ডিগ্রি পরীক্ষা উপলক্ষে রাজশাহীতে আরএমপির গণবিজ্ঞপ্তি: পরীক্ষাকেন্দ্রের আশপাশে ২০০ গজে নিষেধাজ্ঞা
রাজশাহীতে আধুনিক ‘লাইফ সাইন হাসপাতাল’ এর শুভ উদ্বোধন-স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সূচনা
রাজশাহীতে ডিবির অভিযানে ১২ গ্রাম হেরোইনসহ নারী গ্রেপ্তার
রাজশাহীতে জাতীয় সাংবাদিক সংস্থার বিভাগীয় সমাবেশ
রাজশাহীতে আওয়ামী নাশকতা প্রতিরোধে বিএনপির অঙ্গসংগঠনের বিক্ষোভ র্যালি
নাটোরে সাংবাদিকের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, ল্যাব সহকারী অনিকের বিরুদ্ধে মামলা
ব্র্যাকের উদ্যোগে দুর্গাপুরে গবাদিপ্রাণি সুরক্ষা বিমার দাবির অর্থ হস্তান্তর
কাশিয়াডাঙ্গা চেকপোস্টে তিন শত গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
দুর্গাপুরে গ্রাম আদালত প্রকল্প বিকেন্দ্রীয়কৃত পরিবীক্ষণ,পরিদর্শন ও মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ

রাজশাহীতে আওয়ামী লীগের নাশকতা ও বিশৃঙ্খলার বিরুদ্ধে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ র্যালি করেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তালাইমারি থেকে অক্ট্রয় মোড় পর্যন্ত এ র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিতে নেতৃত্ব দেন বোয়ালিয়া থানা বিএনপির কোষাধ্যাক্ষ মো: এ রহমান সুজন, মতিহার থানা শ্রমিক দলের সভাপতি মো: নুরুল ইসলাম, রাজশাহী জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: রফিকুল ইসলাম তোতা, মতিহার থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এনামুল হক পুতুল, সাংগঠনিক সম্পাদক পেয়ারুল ইসলাম মামুন এবং মতিহার থানা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাদিম।
র্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা অভিযোগ করেন, “বিগত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের অবশিষ্ট দোসররা এখনো রাজশাহীতে বিভিন্নভাবে নাশকতা, ভয়ভীতি ও বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করার চেষ্টা করলে ভুল করবে।”
তাঁরা আরও বলেন, “জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরে আসছে। এমন সময় দেশে বিশৃঙ্খলা অরাজকতা রাজশাহীর মানুষ মানবে না।”
র্যালিতে বক্তারা বলেন, “বাংলাদেশে এখন গণমানুষের সরকার গঠনের প্রত্যাশায় দেশপ্রেমিক জনগণ ঐক্যবদ্ধ। বিএনপি জনগণের স্বার্থ রক্ষার আন্দোলনে রয়েছে এবং থাকবে। আওয়ামী লীগের লুটপাট, গুম, খুন ও দুর্নীতির রাজনীতি এখন অতীত। শেখ হাসিনা ভারতে, বাংলাদেশের জনগন তাকে চায় তার বিচার দেখার জন্য।”
এ সময় বক্তারা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে সর্বস্তরের জনগণকে সজাগ থাকার অনুরোধ করেন।
র্যালিটি তালাইমারি থেকে শুরু হয়ে অক্ট্রয় মোড়ে এসে শেষ হয়। বিক্ষোভ শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
নেতাকর্মীরা “গণতন্ত্র চাই, স্বৈরাচার নয়”, “জনগণের বিজয় অনিবার্য”, “শেখ হাসিনার দোসরদের বিচার চাই” — এসব স্লোগানে মুখর হয়ে ওঠেন। পুরো এলাকাজুড়ে উত্তেজনাপূর্ণ হলেও শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি সম্পন্ন হয়।
আপনার মতামত লিখুন :