সোমবার, ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নাটোরে সাংবাদিকের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, ল্যাব সহকারী অনিকের বিরুদ্ধে মামলা

নাটোরে সাংবাদিকের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, ল্যাব সহকারী অনিকের বিরুদ্ধে মামলা
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

নাটোরের এক সাংবাদিক নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা ও মানহানির প্রতিবাদে বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজের ল্যাব সহকারী আব্দুল্লাহ আল অনিকের বিরুদ্ধে মামলা দায়েরের পর তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১২টার দিকে বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজের সামনে এ মানববন্ধনের আয়োজন করে স্থানীয় সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষ।

মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম। এতে বাগাতিপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সাজেদুর রহমান, সিনিয়র সাংবাদিক আবুল কালাম, সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, এনসিপি উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মঞ্জুর রহমান, এশিয়ান টিভির রিপোর্টার হাসান আলী সোহেল এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম বক্তব্য রাখেন।

এ সময় দৈনিক দেশ রূপান্তর বাগাতিপাড়া প্রতিনিধি রাশেদুল আলম রুপক, খোলা কাগজের প্রতিনিধি নিশাতুর রহমান, মানবকণ্ঠের সোহেল রানা তুহিন, মানবজমিনের জমশেদ আলীসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, অনিক দীর্ঘদিন ধরে নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তিনি ভুয়া পরিচয়ে প্রতারণা ও মানহানির মতো অপরাধ করে সাংবাদিক সমাজকে অসম্মানিত করেছেন। দ্রুত তার গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। বক্তারা আরও সতর্ক করেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে নামবে।

এ বিষয়ে বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. নুরুল ইসলাম বলেন, “গত ৫ নভেম্বর স্ত্রীর অসুস্থতার অজুহাতে ছুটি নিয়ে অনিক কলেজে অনুপস্থিত থাকে। এরপর থেকে তাকে দেখা যায়নি। গভর্নিং বডির পরবর্তী সভায় তার বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হবে।”

গভর্নিং বডির সভাপতি ও উপজেলা জামায়াতের ইসলামীর আমীর এ কে এম আফজাল হোসেন বলেন, “অনিকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। বিষয়টি অনভিপ্রেত এবং কলেজের জন্য বিব্রতকর। পরবর্তী বৈঠকে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে নাটোর সদর থানার ওসি মাহাবুর রহমান জানিয়েছেন, আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Copyright © 2022 Star News Agency. All rights reserved.