সর্বশেষ :

গোদাগাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের উপজেলা কমিটি গঠন


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২৫ । ১২:৪৭ পূর্বাহ্ণ
গোদাগাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের উপজেলা কমিটি গঠন

 

রবিউল ইসলামঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল রাজশাহী জেলা শাখার উদ্যোগে এক কর্মী সমাবেশের মধ্য দিয়ে গোদাগাড়ী উপজেলায় নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ কর্মী সমাবেশে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ওলামা দলকে সুসংগঠিত ও কার্যকর করতে এই কমিটি গঠন করা হয়।

সমাবেশে সর্বসম্মতিক্রমে হাফেজ মাওলানা মোঃ মাসুদ রানাকে আহ্বায়ক, হাফেজ মাওলানা মোঃ শামীম হোসেনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং হাফেজ মাওলানা মোঃ আহসান হাফিজকে সদস্য সচিব মনোনীত করে গোদাগাড়ী উপজেলা ওলামা দলের নতুন নেতৃত্ব গঠন করা হয়।

প্রধান অতিথি ছিলেন,মেজর জেনারেল (অবঃ) মোঃ শরীফ উদ্দিন*
(বিএনপি মনোনীত এমপি প্রার্থী, রাজশাহী-১, গোদাগাড়ী-তানোর, তিনি তার বক্তব্যে বলেন, আদর্শিকভাবে সুদৃঢ় ওলামা সমাজের ভূমিকা রাজনৈতিক আন্দোলনে অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। এই নতুন কমিটির মাধ্যমে গোদাগাড়ীতে বিএনপির কার্যক্রম আরও বেগবান হবে।

বিশেষ অতিথি ছিলেন,কাজী মোঃ নুরুল আলম (সদস্য সচিব, রাজশাহী জেলা ওলামা দল)
তিনি বলেন,সঠিক নেতৃত্ব, সাংগঠনিক একতা ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে ওলামা দল সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ তাজ উদ্দিন খান(আহ্বায়ক, রাজশাহী জেলা ওলামা দল)।
সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মোঃ আবিদ হাসান
(আহ্বায়ক রাজশাহী মহানগর ওলামা দল),যুগ্ন আহবায়ক মোঃ মফিজুর রহমান, যুগ্ন-আহবায়ক মীর আব্দুল কাদের,যুগ্ন আহবায়ক মাওলানা মোঃ আমিনুল ইসলাম সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, আলেম-উলামা ও স্থানীয় কর্মীরা।
উক্ত সমাবেশের সভাপতি হাফেজ মাওলানা মোঃ মাসুদ রানা (সিনিয়র যুগ্ম আহ্বায়ক, রাজশাহী জেলা) এই কমিটি আগামী দিনে রাজপথে এবং জনমানুষের পাশে থেকে রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক, গণতান্ত্রিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
%d bloggers like this: