সর্বশেষ :

মানবতার আলোকবর্তিকা ডি এ পারভেজ — ন্যায় ও মানবাধিকারের অগ্রযাত্রী


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৫ । ১১:২৩ পূর্বাহ্ণ
মানবতার আলোকবর্তিকা ডি এ পারভেজ — ন্যায় ও মানবাধিকারের অগ্রযাত্রী

নিজস্ব প্রতিবেদক :

দেশের মানবাধিকার আন্দোলনের অগ্রভাগে যে কজন মানুষ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তাঁদের মধ্যে অন্যতম বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের (বিএইচআরএফ) মহাসচিব ডি এ পারভেজ। তিনি শুধু একজন সংগঠক নন, বরং মানবতার প্রতিচ্ছবি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার এক দৃঢ় সৈনিক।

২০০৪ সালে তিনি মানবাধিকার রক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সমাজের অবহেলিত, নিপীড়িত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ে কাজ করে আসছে। ডি এ পারভেজের নেতৃত্বে সংগঠনটি দেশজুড়ে মানবিক সহায়তা, আইনি সচেতনতা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ব্যাপক সুনাম অর্জন করেছে।

সংগঠনের মাধ্যমে তিনি দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন চিকিৎসা সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণ, শীতবস্ত্র বিতরণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ নানা মানবিক উদ্যোগের মাধ্যমে। দুর্যোগকালীন সময়েও বিএইচআরএফের স্বেচ্ছাসেবীরা নিরলসভাবে দুর্গত মানুষের পাশে থেকে সহায়তা প্রদান করে আসছেন।

মানবিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার নিরন্তর প্রয়াস সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে। তার নেতৃত্বে সংগঠনটি আজ দেশের অন্যতম শীর্ষ মানবাধিকার সংস্থায় পরিণত হয়েছে। সামাজিক সচেতনতা বৃদ্ধি, মানবাধিকার শিক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নিয়মিতভাবে দেশজুড়ে নানা কর্মসূচি পরিচালনা করে যাচ্ছেন।

সম্প্রতি আপিল বিভাগের বিচারপতি মোঃ ফয়সল মাহমুদ ফয়েজী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোঃ লতিফুর রহমান, বিটিভির নিউজ এডিটর কবি ও সাংবাদিক নাসির আহমেদ এবং ক্রাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোঃ মামুনুর রশীদ তাকে সম্মাননা প্রদান করেন। মানবিক কর্মকাণ্ডে তার অবদানকে তারা সমাজ পরিবর্তনের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে মূল্যায়ন করেন।

ডি এ পারভেজের নেতৃত্বে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন আজ মানবতার এক উজ্জ্বল প্রতীক হয়ে উঠেছে। সমাজে ন্যায়, সমতা ও মানবাধিকারের মুল্যবোধ রক্ষায় তার এই নিরবচ্ছিন্ন প্রচেষ্টা প্রমাণ করে — মানবতা এখনো বেঁচে আছে, ডি এ পারভেজদের হাত ধরেই।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: