সর্বশেষ :

খুলনায় দৈনিক ভোরের দর্পণ অফিসে চুরি, নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লোপাট


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৫ । ৬:৫২ অপরাহ্ণ
খুলনায় দৈনিক ভোরের দর্পণ অফিসে চুরি, নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লোপাট

খুলনা প্রতিনিধি :

খুলনা শহরের ২ নং ছোট মির্জাপুর রোডে অবস্থিত জাতীয় দৈনিক ভোরের দর্পণ-এর খুলনা ব্যুরো অফিসে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতের কোনো এক সময় অজ্ঞাত চোরের দল অফিসের ভেন্টিলেটর ভেঙে ভিতরে প্রবেশ করে নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে।

জানা যায়, খুলনা ব্যুরো প্রধান সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম রায়হান দীর্ঘ ১২ বছর ধরে উক্ত ঠিকানায় সাংবাদিকতার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। গত ২৪ অক্টোবর (শুক্রবার) রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে তিনি কার্যালয় বন্ধ করে বাসায় ফেরেন। পরদিন ২৫ অক্টোবর (শনিবার) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে অফিসে এসে দেখেন, মেইন দরজায় তালা দেওয়া থাকলেও ভিতর থেকে দরজা বন্ধ রয়েছে।

বাড়ির মালিক ও পাশের ব্যবসায়ীদের নিয়ে চারপাশ খোঁজ করে দেখা যায়— অফিসের পেছনের ভেন্টিলেটর ভেঙে ভিতরে ঢুকে কে বা কারা তিনটি টেবিলের সব ড্রয়ার তছনছ করে নগদ ৩৫ হাজার ৭৪০ টাকা, একটি চেক বইয়ের নাম্বার যথাক্রমে MO JAHANGIR ALOM, SENAL NO 2724576-2724600 চুরি করে নিয়ে গেছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় সাংবাদিক মহল বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত চোর শনাক্তের দাবি জানিয়েছেন।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, “চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোরাই মালামাল উদ্ধারের তৎপরতা চলছে এবং অভিযুক্তদের শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।”

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: