ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় যানজট সৃষ্টিকারী একটি যাত্রীবাহী ইমাম পরিবহন বাসকে আইনি প্রক্রিয়ায় জরিমানা করার পর জনসম্মুখে হেনস্তার শিকার হন মাওনা হাইওয়ে থানার কনস্টেবল আব্দুর রউফ। ঘটনাটি ঘটে শুক্রবার (সকাল ৯টার দিকে)।
পুলিশ সদস্য আব্দুর রউফ জানান, অফিস টাইমে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি করছিল ইমাম পরিবহনের একটি বাস। বারবার সতর্ক করার পরও চালক নির্দেশনা না মানায় তিনি রেকার বিলের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় জরিমানা করেন। এরপরই স্থানীয় কিছু ব্যক্তি যারা নাকি অটোরিকশা মাসোহারা বাণিজ্যে সুবিধাবঞ্চিত তাদের সহযোগিতায় জনসম্মুখে তাকে হেনস্থা করা হয়।
তিনি বলেন, আমি আইনি প্রক্রিয়া অনুসরণ করেছি, তবুও আমাকে এভাবে অপমান করা হয়েছে। আমি এর সঠিক বিচার চাই।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, সকালবেলায় অফিস টাইমে ইমাম পরিবহনের বাসটি মহাসড়কে দাঁড়িয়ে যাত্রী তুলছিল, এতে বড় যানজট তৈরি হয়। একাধিকবার সতর্ক করার পরও তারা কথা না শুনলে পুলিশ আইনি পদক্ষেপ নেয়। এ ঘটনাকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল আব্দুর রউফকে হেনস্থা করে।
ওসি আরও জানান, ঘটনার পর বাসটি পালিয়ে গেলেও পরে সালনা হাইওয়ে পুলিশ সেটি আটক করে। বর্তমানে ঘটনার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।
আপনার মতামত লিখুন :