সর্বশেষ :

ছুটিতে বাড়িতে আসা সেনা সদস্যকে বেঁধে মারধর, কিশোর গ্যাং এর চারজন আটক


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৫ । ১:৪৪ পূর্বাহ্ণ
ছুটিতে বাড়িতে আসা সেনা সদস্যকে বেঁধে মারধর, কিশোর গ্যাং এর চারজন আটক

নীলফামারীর জলঢাকায় ছুটিতে বাড়ি আসা এক সেনা সদস্যকে ডেকে নিয়ে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাবাসী গ্যাংয়ের চার সদস্যকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। গুরুতর আহত সেনা সদস্য মাহমুদ হাসান (৪০) বর্তমানে রংপুর সেনানিবাসের সিএমএস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের পুরাতন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। সেনা সদস্য মাহমুদ হাসান ঢাকায় কর্মরত অবস্থায় ছুটিতে গত সোমবার (৬ অক্টোবর) বাড়িতে আসেন।

তার ছোট ভাই সাজ্জাদ হোসেন অভিযোগ করেন, স্থানীয় কিশোর গ্যাংয়ের লিডার হেলালের (পিতা: আফজাল হোসেন) নেতৃত্বে প্রায় ২৫-২৬ জন সদস্য মাহমুদকে কৌশলে ডেকে নেয়। পরে তাঁকে পুরাতন ইউপি ভবনে নিয়ে জাল দিয়ে পেঁচিয়ে প্রায় দুই ঘণ্টা ধরে নির্মমভাবে মারধর করে।

অভিযোগ রয়েছে, কিশোর গ্যাংটি পূর্বপরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগে টাকা দাবি করে, না দেওয়ায় শুরু হয় নির্যাতন। স্থানীয়রা টের পেয়ে সেনা সদস্যকে উদ্ধার করেন এবং গ্যাং সদস্যদের ধাওয়া দিয়ে চারজনকে আটক করতে সক্ষম হন।

আটকরা হলো: হেলাল হোসেন, মেহেদী হাসান, সিহাব ও রাকিব।

জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, “ঘটনার বিষয়ে এখনও মামলা হয়নি, তবে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।”

এলাকাবাসী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং সরকারি জায়গা দখল করে অপকর্ম চালিয়ে আসছিল। তারা সকলের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: