সর্বশেষ :

কেন সেনবাহিনী হামলা করল?


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ৩০, ২০২৫ । ১:২৫ পূর্বাহ্ণ
কেন সেনবাহিনী হামলা করল?

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কাকরাইল এলাকায় শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে দুটি রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের মধ্য দিয়ে পরিস্থিতি দ্রুত সহিংস রূপ নেয়। এতে বেশ কয়েকজন আহত হন। প্রথমে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু সংঘর্ষ বেড়ে গেলে সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালানো হলে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরবর্তীতে সেনা সদস্যরাও আক্রমণের শিকার হন এবং অন্তত ৫ জন সেনাসদস্য আহত হন।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে শুরুতে উভয় পক্ষকে শান্ত থাকার অনুরোধ জানানো হয়। দেশের প্রচলিত আইন মেনে মতপার্থক্য দূর করার আহ্বানও জানানো হয়। কিন্তু কয়েকজন নেতাকর্মী তা অগ্রাহ্য করে সংগঠিতভাবে সহিংসতা চালায়। রাত ৯টার দিকে মশাল মিছিল বের করে তারা বিজয়নগর, নয়াপল্টন ও আশপাশের এলাকায় অস্থিরতা বাড়িয়ে তোলে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ এবং কয়েকটি স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা করা হয়। এতে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয় এবং জনদুর্ভোগ সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগে বাধ্য হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা ও শান্তি বজায় রাখতে তারা সর্বদা বদ্ধপরিকর। সরকার মব ভায়োলেন্সের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং সেনাবাহিনী এ অবস্থান পুনর্ব্যক্ত করেছে। জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: