নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে তিনবারের নির্বাচিত সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া ও দুপুরের খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরীর মালোপাড়া হাফেজিয়া মাদ্রাসায় ছাত্রদের মাঝে খাবার বিতরণ এবং তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
আয়োজন করে রাজশাহী মহানগর যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল। এতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ মাহফুজুর রহমান রিটন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো ও মোঃ শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের সভাপতি মো: আকবর আলী জ্যাকি, সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ।
এছাড়া মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ সোহেল রানা, ঈষমাইল আলী রাহী, সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম কনক, যুগ্ম-সম্পাদক মোঃ সাদিউল ইসলাম সজিব, সদস্য বনি সরদার, মোঃ মাসুদুল হক মৃধা মমিন, হাফিজুর রহমান আপেল, মজিবুল হক মিলন, সারওয়ার পারভেজ রকি, বসির উদ্দিন সনি, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সাইদ আলী ও শিপলু, দপ্তর সম্পাদক মোঃ সৈকত পারভেজসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় জীবন উৎসর্গ করেছেন। তাঁর নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :