সর্বশেষ :

বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও খাবার বিতরণ


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ১৫, ২০২৫ । ১০:০৯ অপরাহ্ণ
বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে তিনবারের নির্বাচিত সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া ও দুপুরের খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরীর মালোপাড়া হাফেজিয়া মাদ্রাসায় ছাত্রদের মাঝে খাবার বিতরণ এবং তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আয়োজন করে রাজশাহী মহানগর যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল। এতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ মাহফুজুর রহমান রিটন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো ও মোঃ শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের সভাপতি মো: আকবর আলী জ্যাকি, সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ।

এছাড়া মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ সোহেল রানা, ঈষমাইল আলী রাহী, সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম কনক, যুগ্ম-সম্পাদক মোঃ সাদিউল ইসলাম সজিব, সদস্য বনি সরদার, মোঃ মাসুদুল হক মৃধা মমিন, হাফিজুর রহমান আপেল, মজিবুল হক মিলন, সারওয়ার পারভেজ রকি, বসির উদ্দিন সনি, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সাইদ আলী ও শিপলু, দপ্তর সম্পাদক মোঃ সৈকত পারভেজসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় জীবন উৎসর্গ করেছেন। তাঁর নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: