মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পুঠিয়ায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির র‌্যালি ও আলোচনা সভা

পুঠিয়ায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির র‌্যালি ও আলোচনা সভা
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

মো. সিহাবুল আলম সম্রাট, পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় পুঠিয়া উপজেলা চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে। এর আগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, যার আয়োজন করে পুঠিয়া উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের মনোনয়নপ্রত্যাশী আবু বকর সিদ্দিক। সঞ্চালনা করেন বেলপুকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রাকিব।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপির সদস্য ও পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, যিনি ২০০৮ ও ২০১৮ সালে ধানের শীষের প্রার্থী ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আমিনুল ইসলাম মিন্টু, সাবেক পৌর মেয়র আসাদুল ইসলাম আসাদ, যুগ্ম আহবায়ক আবু হায়াত, সদস্য সচিব এনতাজুল ইসলাম বাবু, কৃষক দল, সেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের গৌরবময় অধ্যায়।”
বর্ণাঢ্য র‌্যালিটি শেষ হয় জাতীয়তাবাদী চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বানের মধ্য দিয়ে।

Copyright © 2022 Star News Agency. All rights reserved.