প্রেস বিজ্ঞপ্তি : রংপুরের পীরগঞ্জে হজে পাঠানোর প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎকারী এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব-৫, রাজশাহী। গ্রেফতারকৃতের নাম মোঃ কামাল হোসেন (৪০)। তিনি ঢাকার তুরাগ থানার ভট্টরিয়া এলাকার মোঃ আকবর হোসেনের ছেলে।
সোমবার (৪ আগস্ট) রাত ১১টায় নাটোরের নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষীকুল এলাকায় অভিযান চালিয়ে কামাল হোসেনকে গ্রেফতার করে।
র্যাব সূত্রে জানা যায়, কামাল হোসেন ওমরাহ পালন করানোর আশ্বাস দিয়ে ধর্মপ্রাণ মানুষের কাছ থেকে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেন এবং মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেন। প্রতারণার শিকার হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী রেজিস্ট্রার মোঃ আশরাফুল ইসলাম (৪৫), তার বাবা-মা ও খালাও। তারা ওমরাহ পালন করতে ইচ্ছুক ছিলেন।
প্রথমে কামাল ৩০ হাজার টাকা এবং পরে বিভিন্ন সময়ে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে আরও ৩ লাখ ২০ হাজার টাকা গ্রহণ করেন। কিন্তু তিনি কোনো ভিসা বা টিকিটের ব্যবস্থা না করে আত্মগোপন করেন।
ঘটনার পর আশরাফুল ইসলাম পীরগঞ্জ থানায় প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে কামাল হোসেনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে পীরগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :