মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিশেষ ট্রেনে অসন্তোষ, রাজশাহীতে জুলাই যোদ্ধাদের ব্লকেড

বিশেষ ট্রেনে অসন্তোষ, রাজশাহীতে জুলাই যোদ্ধাদের ব্লকেড
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী রেলস্টেশনে সোমবার সকালটা ছিল অন্যরকম এক দৃশ্যের সাক্ষী। ঢাকা অভিমুখী একটি সরকারি বিশেষ ট্রেন এবং নিয়মিত সিল্কসিটি এক্সপ্রেসের যাত্রা থমকে দাঁড়ায় বৈষম্যবিরোধী ছাত্রদের হঠাৎ ব্লকেডের কারণে। জুলাই বিপ্লবের যোদ্ধাদের জন্য নির্ধারিত বিশেষ ট্রেনটি তাদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় আন্দোলনকারীরা এই কঠোর পদক্ষেপ নেন।

সকাল ৭টা ২০ মিনিটে বিশেষ ট্রেনটির ছাড়ার কথা থাকলেও, প্ল্যাটফর্ম জুড়ে ছাত্রদের অবস্থান ও ব্যানার-প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে তা সম্ভব হয়নি। তাদের অভিযোগ, “আমাদের আন্দোলন, আমাদের জীবন নিয়ে কর্তৃপক্ষের এমন উদাসীনতা আমরা মেনে নেব না। যে ট্রেনে পাঠানো হচ্ছে, তা পুরনো, জরাজীর্ণ এবং নিরাপত্তার অভাব রয়েছে।”

ব্লকেড শুধু একটি ট্রেন থামায়নি; সকাল ৭টা ৪০ মিনিটে ছাড়ার কথা ছিল সিল্কসিটি এক্সপ্রেসের। সেটিও থেমে যায় একই কারণে। যাত্রীদের মধ্যে বিরক্তি, হতাশা আর উদ্বেগ ছড়িয়ে পড়ে মুহূর্তেই। অনেকেই বলেন, “আমরা বুঝতে পারছি আন্দোলনের গুরুত্ব, কিন্তু এমন আকস্মিক ব্লকেডে আমাদেরও সমস্যা হচ্ছে।”

এই অচলাবস্থার মধ্যে মধ্যস্থতায় নামে রেল কর্তৃপক্ষ। আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা হয়। শেষ পর্যন্ত, সিল্কসিটি এক্সপ্রেসে একটি বিশেষ বগি সংযুক্ত করে আন্দোলনকারী বৈষম্যবিরোধীদের ঢাকায় পৌঁছানোর ব্যবস্থা করা হয়। এরপরই উভয় ট্রেন প্রায় ৪০ মিনিট বিলম্বে স্টেশন ছাড়ে।

স্টেশন সুপার জানান, “ছাত্রদের দাবি ছিল সুনির্দিষ্ট। আমরা দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ করি। এর ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।”

এ ঘটনাটি আবারও প্রশ্ন তোলে—কেন এমন ঘটনা বারবার ঘটছে? কেন প্রশাসন কিংবা রেল কর্তৃপক্ষ আগে থেকেই উপযুক্ত ব্যবস্থা নিতে পারছে না?

জুলাই বিপ্লবের নামে শুরু হওয়া বৈষম্যবিরোধী আন্দোলন শুধু রাজপথেই নয়, রেলপথেও নিজেদের উপস্থিতি জানান দিল। তবে তাদের এ প্রতিবাদে যাত্রীদের দুর্ভোগ অনস্বীকার্য। সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে এই আন্দোলন যেন শেষ পর্যন্ত একটি ইতিবাচক পরিবর্তনের দিকে ধাবিত হয়—এটাই প্রত্যাশা।

Copyright © 2022 Star News Agency. All rights reserved.