সর্বশেষ :

দিনাজপুর ডিসির বাসভবনে বজ্রপাত, অগ্নিকাণ্ড


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ৫, ২০২৫ । ৯:৪৭ অপরাহ্ণ
দিনাজপুর ডিসির বাসভবনে বজ্রপাত, অগ্নিকাণ্ড

এসএনএ ডেস্ক : দিনাজপুর জেলা প্রশাসকের সরকারি বাসভবনে বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে বিদ্যুৎ নিয়ন্ত্রণ কক্ষসহ কিছু অংশে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৩টা ৫২ মিনিটে জেলা প্রশাসকের বাসভবনে বজ্রপাত হয়। বজ্রপাতের ফলে পাওয়ার কন্ট্রোল রুমের এমসিবি, পাওয়ার বোর্ডসহ একাধিক বৈদ্যুতিক তার পুড়ে যায়। নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মচারী তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে ফোন করেন।

দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন, “সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পানিবাহী ও উদ্ধারকারী যান নিয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছি। দেখা যায়, নিরাপত্তা কর্মীরা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। মূলত বজ্রপাতের কারণে শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়।”

স্থানীয় পথচারী এনামুল হক বলেন, “প্রথমে জেলা প্রশাসকের বাসভবনের সামনের ট্রান্সমিটারে বজ্রপাত হয়। এরপর ভেতরে আগুন দেখা যায়। বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।”

ঘটনার পরপরই বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং বিকল্প নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। জেলা প্রশাসন জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় মেরামত কাজ দ্রুতই শুরু করা হবে।

এই ঘটনায় জেলা প্রশাসকের পক্ষ থেকে বাড়তি সতর্কতা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: