সর্বশেষ :

পুঠিয়ায় ডাব চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ৪, ২০২৫ । ৫:৪০ অপরাহ্ণ
পুঠিয়ায় ডাব চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

মো. সিহাবুল আলম, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকায় জেলা পরিষদের ডাকবাংলোর ডাব গাছের নিচে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম কাজল হোসেন (২৭)। তিনি ঝলমলিয়া এলাকার কামাল হোসেনের ছেলে। সোমবার (৪ আগস্ট) ভোরে এই ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্যমতে, কাজল একজন পরিচিত মাদকসেবী ছিলেন এবং মাদকের অর্থ জোগাড় করতে গাছ থেকে ডাব চুরি করে বিক্রি করতেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, ডাকবাংলোর একটি ডাব গাছে ওঠার পর গাছটি পিচ্ছিল থাকায় নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী মাবিয়া নামের এক মহিলা জানান, প্রতিদিন সকালে হাঁটতে বের হন তিনি। হাঁটার সময় ডাকবাংলোর ভিতরে একজন অচেতন ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। নিঃশ্বাস-প্রশ্বাস না থাকায় তিনি বিষয়টি কেয়ারটেকারকে জানান।

ডাকবাংলোর কেয়ারটেকার মোঃ আক্কাস আলী বলেন, “ভোর সাড়ে ৫টায় খবর পেয়ে দেখি মৃতদেহ পড়ে আছে। এরপর কর্মকর্তাদের জানালে পুলিশ আসে।”

পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, “প্রাথমিকভাবে ধারণা করছি ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে মারা গেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: