সর্বশেষ :

ট্রাম্পের কাছে ডিডির মুক্তি অনিশ্চিত রয়ে গেল


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ৪, ২০২৫ । ১১:২৮ অপরাহ্ণ
ট্রাম্পের কাছে ডিডির মুক্তি অনিশ্চিত রয়ে গেল

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক সাক্ষাৎকারে সঙ্গীতশিল্পী শন “ডিডি” কম্বসকে ক্ষমা দেওয়ার বিষয়ে মন্তব্য করেছেন। নিউজম্যাক্স টেলিভিশনে রবার্ট ফিনার্টির সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “সে কিছুটা নির্দোষ, কিন্তু আমার সম্পর্কে তার অতীত মন্তব্য সিদ্ধান্তকে কঠিন করে তুলছে।”

ডিডি কম্বসকে মানব পাচার ও যৌন ব্যবসার জন্য পরিবহন করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। তবে, প্রধান অভিযোগে তিনি নির্দোষ প্রমাণিত হলেও যৌন ব্যবসার জন্য পরিবহনের দুটি মামলায় দোষী সাব্যস্ত হন।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানান, “আমি ওর সঙ্গে ভালো সম্পর্ক রাখতাম, সে ভালো লোক মনে হতো। কিন্তু যখন আমি রাজনীতিতে এলাম, তখন সে আমার বিরুদ্ধে কঠোর মন্তব্য করেছে।”

এমন মন্তব্যের কারণে ট্রাম্পের মতে, ব্যক্তিগত অনুভূতি তার সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। তিনি বলেন, “মানুষ হিসেবে আমাদের অনুভূতি থাকে, তাই সবসময় নিরপেক্ষ থাকা কঠিন।”

ডোনাল্ড ট্রাম্প অতীতে বেশ কয়েকজন সেলিব্রেটিকে ক্ষমা করেছেন। এর মধ্যে আছেন টড ও জুলি ক্রিসলি, র‍্যাপার এনবিএ ইয়াংবয় ও লিল ওয়েইন। এছাড়া, ক্যাপিটল দাঙ্গায় জড়িত অভিনেতা জে জনস্টনসহ প্রায় ১,৫০০ ব্যক্তিকেও ক্ষমা দিয়েছেন তিনি।

এই প্রসঙ্গে এখনও ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি, তবে তার মন্তব্য ইঙ্গিত দেয়, ডিডির মুক্তি পেতে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: