ট্রাম্পকে বুড়ো আঙুল দেখিয়ে রাশিয়ার সঙ্গে একগুচ্ছ চুক্তি করল ভারত
বেগম জিয়াকে লন্ডন নেয়া হবে কি না সিদ্ধান্ত রাতে
রাজশাহীর দুর্গাপুরে আলেম সমাজকে নিয়ে জামায়াতের উলামা সমাবেশ অনুষ্ঠিত
বিভ্রান্তিকর যোগদানের সংবাদের প্রতিবাদে পানছড়িতে জামায়াতের সংবাদ সম্মেলন
ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প
রাজশাহীতে সাংবাদিক জাহিদের দাদির ইন্তেকাল, জাতীয় সাংবাদিক সংস্থার গভীর শোক
ভারতের সঙ্গে সামরিক চুক্তি রাশিয়ার সংসদে অনুমোদিত
প্রবাসীদের ৬০ দিন রেজিস্ট্রেশন ছাড়াই ফোন ব্যবহারের অনুমতি
জাতি আগামী নির্বাচন নিয়ে গর্ব করবে: ড. মুহাম্মদ ইউনূস
হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টকে কারাগার থেকে মুক্তি দিলেন ট্রাম্প

রাজশাহী প্রতিনিধি : পবা উপজেলার ৬নং হরিয়ান ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে এক আলোচনা সভা ও মিলনমেলার আয়োজন করা হয়। গত শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় কিসমত কুখন্ডী রফিকের মোড়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের সব স্তরের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাচ্চু মন্ডল। সার্বিক সহযোগিতায় ছিলেন মতিহার থানা ছাত্রদলের সদস্য মাসুদ রানা মিঠুন।
আলোচনা সভা ও মিলনমেলায় আরও উপস্থিত ছিলেন—হরিয়ান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মজিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মুকবুল হোসেন মুকুল, যুগ্ম আহ্বায়ক হাবিব, বাবু, সাধু, সাবেক সাধারণ সম্পাদক আলম, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনির, যুবদলের সদস্য মিলন, সাবেক মেম্বার আক্কাস আলী, পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত আগামী ৫ই আগস্টের দেশব্যাপী সমাবেশ সফল করতে মাঠপর্যায়ে নেতাকর্মীদের সচেতন ও সক্রিয় ভূমিকা রাখতে হবে। এই লক্ষ্যেই ৩নং ওয়ার্ডে প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
বক্তারা আরও বলেন, তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা”র ৩১ দফা সাধারণ জনগণের কাছে পৌঁছে দিতে হবে। প্রতিটি ওয়ার্ড পর্যায়ে জনগণকে রাষ্ট্র পুনর্গঠনের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করাই হবে বিএনপির পরবর্তী রাজনৈতিক কর্মসূচির মূল ভিত্তি।
তারা বলেন, সংগঠনের ভিত্তি মজবুত করতে এবং কর্মীদের মধ্যে ঐক্য গড়ে তুলতে এ ধরনের আলোচনা সভা ও মিলনমেলা অত্যন্ত কার্যকর। দলের গঠনমূলক ভূমিকা ও জনসম্পৃক্ততা বাড়াতে প্রতিটি ওয়ার্ড পর্যায়েই নিয়মিত এমন কর্মসূচি পালন করার আহ্বান জানান বক্তারা।
সবশেষে মিলনমেলায় অংশগ্রহণকারীরা একযোগে বিএনপির ভবিষ্যৎ আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণের অঙ্গীকার করেন।
আপনার মতামত লিখুন :