মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিদ্যুতায়িত হয়ে ভেড়ামারায় মা-ছেলের করুণ মৃত্যু

বিদ্যুতায়িত হয়ে ভেড়ামারায় মা-ছেলের করুণ মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

এসএনএ ডেস্ক : কুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে মা ও ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চাঁদগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাবিল সর্দারের ছেলে বিপ্লব সর্দার (২৮) ও তার মা জোছনা খাতুন (৪৮)।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে বিপ্লব সর্দার মাঠে নিজের জমিতে পাওয়ার টিলার দিয়ে চাষাবাদ শেষে বাড়ি ফিরছিলেন। পথে স্থানীয় একটি মুরগির খামারের বৈদ্যুতিক তার ছিঁড়ে তার টিলারের ওপর পড়ে যায়। সঙ্গে সঙ্গে বিপ্লব বিদ্যুৎস্পৃষ্ট হন।

ছেলের আর্তচিৎকার শুনে বাড়ি থেকে ছুটে আসেন মা জোছনা খাতুন। তিনি ছেলেকে রক্ষা করতে গিয়ে ছুঁয়ে দিলে তিনিও বিদ্যুতায়িত হয়ে পড়েন। আশপাশের লোকজন দ্রুত এসে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে মা-ছেলেকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, খামারের বিদ্যুৎ ব্যবস্থাপনায় অবহেলাই এই দুর্ঘটনার জন্য দায়ী। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

Copyright © 2022 Star News Agency. All rights reserved.