ট্রাম্পকে বুড়ো আঙুল দেখিয়ে রাশিয়ার সঙ্গে একগুচ্ছ চুক্তি করল ভারত
বেগম জিয়াকে লন্ডন নেয়া হবে কি না সিদ্ধান্ত রাতে
রাজশাহীর দুর্গাপুরে আলেম সমাজকে নিয়ে জামায়াতের উলামা সমাবেশ অনুষ্ঠিত
বিভ্রান্তিকর যোগদানের সংবাদের প্রতিবাদে পানছড়িতে জামায়াতের সংবাদ সম্মেলন
ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প
রাজশাহীতে সাংবাদিক জাহিদের দাদির ইন্তেকাল, জাতীয় সাংবাদিক সংস্থার গভীর শোক
ভারতের সঙ্গে সামরিক চুক্তি রাশিয়ার সংসদে অনুমোদিত
প্রবাসীদের ৬০ দিন রেজিস্ট্রেশন ছাড়াই ফোন ব্যবহারের অনুমতি
জাতি আগামী নির্বাচন নিয়ে গর্ব করবে: ড. মুহাম্মদ ইউনূস
হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টকে কারাগার থেকে মুক্তি দিলেন ট্রাম্প

এসএনএ ডেস্ক : কুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে মা ও ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চাঁদগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাবিল সর্দারের ছেলে বিপ্লব সর্দার (২৮) ও তার মা জোছনা খাতুন (৪৮)।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, বিকেলে বিপ্লব সর্দার মাঠে নিজের জমিতে পাওয়ার টিলার দিয়ে চাষাবাদ শেষে বাড়ি ফিরছিলেন। পথে স্থানীয় একটি মুরগির খামারের বৈদ্যুতিক তার ছিঁড়ে তার টিলারের ওপর পড়ে যায়। সঙ্গে সঙ্গে বিপ্লব বিদ্যুৎস্পৃষ্ট হন।
ছেলের আর্তচিৎকার শুনে বাড়ি থেকে ছুটে আসেন মা জোছনা খাতুন। তিনি ছেলেকে রক্ষা করতে গিয়ে ছুঁয়ে দিলে তিনিও বিদ্যুতায়িত হয়ে পড়েন। আশপাশের লোকজন দ্রুত এসে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে মা-ছেলেকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, খামারের বিদ্যুৎ ব্যবস্থাপনায় অবহেলাই এই দুর্ঘটনার জন্য দায়ী। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
আপনার মতামত লিখুন :