মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

এ.এম. মাহমুদুর রহমান বিজিএমইএ’র অ্যাপারেল ক্লাব লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত

এ.এম. মাহমুদুর রহমান বিজিএমইএ’র অ্যাপারেল ক্লাব লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

মোঃ মাসুম রানা:

বাংলাদেশের পোশাক শিল্পখাতের অন্যতম সংগঠন বিজিএমইএ’র অধীনস্থ অ্যাপারেল ক্লাব লিমিটেডের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও ফ্রেন্ডস অ্যাপারেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ.এম. মাহমুদুর রহমান। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের স্বাক্ষরিত এক অফিসিয়াল চিঠির মাধ্যমে এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

এ.এম. মাহমুদুর রহমান বর্তমানে ফ্রেন্ডস স্টাইল ওয়্যার লিমিটেড এবং উইনওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি বিজিএমইএ’র স্ট্যান্ডিং কমিটির ট্রেড অরবিট্রিশন বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি অ্যাপারেল ক্লাবের নির্বাচিত নির্বাহী সদস্য হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

তিনি বিজিএমইএ’র Market Development স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, আইএলও এবং লেবার অ্যাফেয়ার্সের কো-চেয়ারম্যান, এবং ইউপি/ইউডি কমিটির সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

এছাড়াও তিনি দুই মেয়াদে “উত্তরা ক্লাব লিমিটেড”-এর ‘পরিচালক প্রশাসন’ এবং মোট পাঁচ মেয়াদে ক্লাবটির নির্বাচিত পরিচালক ছিলেন। পাশাপাশি তিনি ছিলেন বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুরের সাবেক সভাপতি, রোটারী ক্লাব (ডিসট্রিক্ট ৩২৮১)-এর সাবেক লেফটেন্যান্ট গভর্নর, গুলশান জগার্স সোসাইটি এবং বনানী সোসাইটির সাবেক নির্বাচিত সদস্য, অল কমিউনিটি ক্লাব লিমিটেড এর সাব-কমিটির সদস্য এবং এফবিসিসিআই-এর সাবেক সদস্য।

ব্যক্তিগতভাবে তিনি চট্টগ্রাম ক্লাব, উত্তরা ক্লাব, চট্টগ্রাম বোট ক্লাব, ঢাকা বোট ক্লাব, গুলশান নর্থ ক্লাব, বনানী ক্লাব, আর্মি গলফ ক্লাব, এবং অল কমিউনিটি ক্লাব-এর আজীবন সদস্য।

এমন একজন অভিজ্ঞ ও বহুগুণে গুণান্বিত ব্যক্তিত্বের নেতৃত্বে অ্যাপারেল ক্লাব লিমিটেড আরও উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।

Copyright © 2022 Star News Agency. All rights reserved.