রাজশাহীতে আওয়ামী নাশকতা প্রতিরোধে বিএনপির অঙ্গসংগঠনের বিক্ষোভ র্যালি
নাটোরে সাংবাদিকের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, ল্যাব সহকারী অনিকের বিরুদ্ধে মামলা
ব্র্যাকের উদ্যোগে দুর্গাপুরে গবাদিপ্রাণি সুরক্ষা বিমার দাবির অর্থ হস্তান্তর
কাশিয়াডাঙ্গা চেকপোস্টে তিন শত গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
দুর্গাপুরে গ্রাম আদালত প্রকল্প বিকেন্দ্রীয়কৃত পরিবীক্ষণ,পরিদর্শন ও মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ
রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি সংবাদ সম্মেলনে
দেশের সাইবার নিরাপত্তায় উদীয়মান তরুণ উদ্যোক্তা মোঃ জাহিদুল ইসলাম
সভাপতি মোঃ ইউসুফ পারভেজ, সাধারণ সম্পাদক জি এম রোকনউদ্দীন রায়েদ আকন
গোদাগাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের উপজেলা কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর তানোর-গোদাগাড়ী আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী এডভোকেট সুলতানুল ইসলাম তারেক গণসংযোগ ও রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত তালন্দ বাজার থেকে শুরু করে কলমা ইউপির আজিজপুর মোড়, দরগাডাঙ্গা বাজার, কামারগাঁ ইউপির মাদারিপুর ও পারিশো দূর্গাপুর বাজার ঘুরে চাপড়া বাজার পর্যন্ত এ কার্যক্রম চলে।
তারেক বলেন, “আমি শাসক নয়, জনগণের সেবক হয়ে কাজ করতে চাই। প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করাই হবে আমার অগ্রাধিকার।” তিনি আরও বলেন, “স্বৈরাচার পতনের পর মানুষের কাছে গিয়ে রাষ্ট্র মেরামতের বার্তা পৌঁছে দিয়েছি। দল মনোনয়ন দিলে জনগণের সহযোগিতা চাই, আর না পেলে দলের প্রার্থীর পক্ষে মাঠে থাকব।”
গণসংযোগকালে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, তাতী দল, সেচ্ছাসেবক দলের উপজেলা ও পৌর পর্যায়ের শীর্ষ নেতারা।
তারেক দলীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, “এক কাতারে এসে নির্বাচনী মাঠে নামতে হবে, মারামারি নয়, ভালো কাজে মানুষের মন জয় করতে হবে।”
তিনি আশা করেন, সরকার নির্ধারিত সময়েই নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনবে।
এসময় গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস শাওয়াল, তানোর উপজেলা বিএনপির সদস্য সচিব শামসুল ইসলাম, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, উপজেলা তাতী দলের সভাপতি বদের আলী, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আতিকুর রহমান, মাহাফিজুর রহমান মাহফুজ, তানোর পৌর যুবদলের আহবায়ক সাইদুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা আব্দুল গাফফার, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক আমিনুর রহমান রানা, ওয়ার্ড বিএনপি নেতা ওবাইদুর রহমান সহ তৃনমুলের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :