সোমবার, ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নৌবাহিনীর উদ্যোগে দেশজুড়ে মেডিকেল সেবা

নৌবাহিনীর উদ্যোগে দেশজুড়ে মেডিকেল সেবা
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

এসএনএ ডেস্ক : ‘জুলাই পুনর্জাগরণ উৎসব-২০২৫’ উপলক্ষ্যে সোমবার (২৮ জুলাই) বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে দেশের বিভিন্ন উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলে এবং রাজধানী ঢাকায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

কমান্ডার ঢাকা নৌ অঞ্চল এর তত্ত্বাবধানে ঢাকার ভাষানটেকে আয়োজিত ক্যাম্পে নৌবাহিনীর অভিজ্ঞ চিকিৎসকরা প্রায় ৫০০ জন নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন।

চট্টগ্রাম নৌ অঞ্চল কর্তৃক চট্টগ্রামের আনোয়ারা, পেকুয়া, কুতুবদিয়া, কাপ্তাই ও সেন্টমার্টিনে আয়োজিত ক্যাম্পগুলোতে কয়েক হাজার সুবিধাবঞ্চিত মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

একইসাথে খুলনা নৌ অঞ্চল তত্ত্বাবধানে ভোলা জেলার তজুমুদ্দিন ও চরফ্যাশন, বরগুনার বামনা এবং খুলনার কয়রায়ও দিনব্যাপী ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসব ক্যাম্পে সাধারণ রোগের পাশাপাশি জটিল রোগীদেরও চিকিৎসা দেওয়া হয়।

বাংলাদেশ নৌবাহিনী দুর্যোগকালীন সময়ে যেমন, তেমনি বিভিন্ন উৎসব বা জাতীয় কর্মসূচির সময়েও ধারাবাহিকভাবে জনসেবায় কাজ করে আসছে।

এই উদ্যোগ তাদের মানবিক দায়িত্ববোধ ও প্রান্তিক জনগণের প্রতি অঙ্গীকারের প্রতিফলন। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে নৌবাহিনী কর্তৃপক্ষ।

Copyright © 2022 Star News Agency. All rights reserved.