বাগমারা (রাজশাহী) প্রতিনিধি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ডিগ্রি পরীক্ষায় দেশসেরা হওয়ার গৌরব অর্জনকারী শামীমা আক্তারকে সংবর্ধনা দিয়েছে বাগমারা উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
শুক্রবার (২৫ জুলাই) উপজেলার একটি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াত ঘোষিত সংসদ সদস্য প্রার্থী এবং ভবানীগঞ্জ ক্লিনিকের পরিচালক ডা. মুহাম্মদ আব্দু বারী সরদার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাষ্টার কামরুজ্জামান হারুন, সেক্রেটারী অধ্যাপক অহিদুজ্জামান, গোবিন্দপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর প্রভাষক বাবুল হুসাইন, সেক্রেটারী দেলোয়ার হোসেন, সহ-সেক্রেটারী এনামুল হক, জামায়াতের নায়েবে আমীর মাষ্টার আব্দুর রশিদ, সাইফুল ইসলাম, মুক্তা শেখ, শ্রমিক কল্যাণ সভাপতি শাহিন আলম, উপজেলা শিবির সভাপতি মিকদাদ হোসেনসহ অনেকে।
শামীমা আক্তার হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজ থেকে বিএসসি বিভাগে পরীক্ষায় অংশগ্রহণ করে জাতীয় মেধা তালিকায় সর্বোচ্চ নম্বর ও সর্বোচ্চ জিপিএ অর্জনের মাধ্যমে দেশসেরা নির্বাচিত হন।
তার এ সাফল্যে উপজেলার রাজনৈতিক ও শিক্ষা মহলে গর্বের আবহ বিরাজ করছে। তিনি খাজুর গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী ও স্থানীয় সাংবাদিক আবু বাককার সুজনের ভাবী।
অনুষ্ঠানে বক্তারা শামীমার এ কৃতিত্বকে নারীদের শিক্ষায় অগ্রযাত্রার প্রেরণা হিসেবে উল্লেখ করেন।
আপনার মতামত লিখুন :