সর্বশেষ :

রাজশাহীতে ৮০৬ কোটি টাকার বাজেট অনুমোদন


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : জুন ৩০, ২০২৫ । ৯:২৫ অপরাহ্ণ
রাজশাহীতে ৮০৬ কোটি টাকার বাজেট অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ৮০৬ কোটি ৬১ লাখ ২১ হাজার ২১১ টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদিত হয়েছে। সোমবার (৩০ জুন) নগর ভবনের সিটি হল সভাকক্ষে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গঠিত কমিটির বাজেট সভায় এই বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদন পায়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক খোন্দকার আজিম আহমেদ, এনডিসি।

নতুন বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট আয় এবং ব্যয় প্রায় সমপরিমাণে নির্ধারণ করা হয়েছে। যেখানে আয় ধরা হয়েছে ৮০৬ কোটি ৬১ লাখ টাকা, ব্যয় ধরা হয়েছে ৮০৬ কোটি ৩৬ লাখ টাকা। আগের অর্থবছর ২০২৪-২০২৫ এর প্রস্তাবিত বাজেট ছিল ৮৩৭ কোটি ৪৪ লাখ টাকা, যা সংশোধিত হয়ে হয়েছে ৬০৯ কোটি ৮২ লাখ টাকা।

বাজেট সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব মোছাঃ রুমানা আফরোজ, বাজেট কর্মকর্তা শফিকুল ইসলাম খানসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ। এছাড়াও, নগর উন্নয়ন সংশ্লিষ্ট সংস্থাগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাজেটের মাধ্যমে রাসিকের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং জনস্বার্থমূলক খাতে ব্যয় বরাদ্দ দেওয়া হবে বলে সভায় জানানো হয়।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: