সর্বশেষ :

মেইড ইন আমেরিকা’ দাবি থেকে সরে ট্রাম্প মোবাইল


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : জুন ২৬, ২০২৫ । ১:১৭ অপরাহ্ণ
মেইড ইন আমেরিকা’ দাবি থেকে সরে ট্রাম্প মোবাইল

এসএনএ ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে চালু হওয়া নতুন মোবাইল পরিষেবা ‘ট্রাম্প মোবাইল’ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রতিষ্ঠানটি প্রথম স্মার্টফোন ‘টি১’ বাজারে আনতে গিয়ে ওয়েবসাইটে “MADE IN AMERICA” বলে প্রচার করলেও পরে তা সরিয়ে নিয়েছে।

প্রযুক্তি সংবাদমাধ্যম ‘দ্য ভার্জ’ জানায়, ১৬ জুন মোবাইল ফোনটি উন্মোচনের দিন ওয়েবসাইটে বড় অক্ষরে লেখা ছিল “মেইড ইন ইউএসএ”। তবে ২৫ জুনের মধ্যে সেই বার্তা সরিয়ে ফেলা হয়। এখন ওয়েবসাইটে লেখা হয়েছে— “brought to life right here in the USA” এবং “proudly American”।

এই পরিবর্তনের পর অনেকেই প্রশ্ন তুলেছেন— ফোনটি আদৌ আমেরিকায় তৈরি কি না। তবে ট্রাম্প মোবাইলের মুখপাত্র ক্রিস ওয়াকার বলেন, “টি১ ফোন গর্বের সঙ্গে আমেরিকাতেই তৈরি হচ্ছে। এর বিপরীত কোনো দাবি সম্পূর্ণ ভুল।”

এরিক ট্রাম্প ফক্স বিজনেসকে জানান, “ফোন তৈরি হচ্ছে মিসৌরির সেন্ট লুইসে। কোনো বিদেশি কল সেন্টার নয়, সব কাজ হবে এখান থেকেই।”

টি১ ফোনের মূল্য ধরা হয়েছে ৪৯৯ ডলার, প্রি-অর্ডারে ১০০ ডলার ডাউন পেমেন্ট দিতে হবে। ফোনটির সাথে রয়েছে ‘দ্য ৪৭ প্ল্যান’— ৪৭.৪৫ ডলারে আনলিমিটেড কল, টেক্সট, ডেটা, ১০০ দেশে আন্তর্জাতিক কল, রোডসাইড সহায়তা ও টেলিহেলথ সেবা।

বিশেষজ্ঞদের মতে, ‘মেইড ইন আমেরিকা’ স্লোগান সরিয়ে নেওয়া ট্রাম্প মোবাইলের স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা নিয়ে জনমনে সন্দেহ তৈরি করছে।

সূত্র : ইউএসএ টুডে

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: