মো. মানিক হোসেন : রাজশাহী হাইটেক পার্কে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল এটিসি টেক লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান “ইনফিনিটি হাব”। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশীয় ই-কমার্স খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতেই এই ডিজিটাল প্ল্যাটফর্মের যাত্রা।
বুধবার (১৮ জুন) বিকেলে রাজশাহী হাইটেক পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে ইনফিনিটি হাবের উদ্বোধন ঘোষণা করেন এটিসি টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ আতিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা পণ্যের গুণগত মান, নির্ভরযোগ্যতা এবং গ্রাহকসেবার মান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য আন্তর্জাতিক মান বজায় রেখে স্থানীয় বাজারে আস্থা অর্জন করা।”
তিনি আরও বলেন, “গ্রাহক আমাদের ওয়েবসাইটে যে পণ্যের অর্ডার দেবেন, আমরা নিশ্চিত করব তিনি সেই নির্দিষ্ট পণ্যটিই হাতে পান। ভেজাল বা প্রতারণার সুযোগ এখানে নেই।”
অনুষ্ঠানে রাজশাহীর প্রযুক্তি খাতের উদ্যোক্তা, তরুণ প্রোগ্রামার ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, এমন একটি প্ল্যাটফর্ম রাজশাহীর তরুণ উদ্যোক্তাদের নতুনভাবে উদ্দীপিত করবে।
উল্লেখ্য, ইনফিনিটি হাবের মাধ্যমে স্থানীয় পণ্যের সহজ বিপণন, ডেলিভারি ও ক্রয়-বিক্রয়ে স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। নতুন উদ্যোক্তা ও গ্রাহকদের জন্য এটি হতে পারে একটি নির্ভরযোগ্য ও নিরাপদ ডিজিটাল বাজার।
আপনার মতামত লিখুন :