এসএনএ ডেস্ক : রংপুরের পীরগাছায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ফারদিন এহসান মাহিমের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ ও বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলেছেন তাঁর সহযোদ্ধারা।
সোমবার দুপুরে উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়ে ৪০-৫০ জন ছাত্র নেতা মাহিমকে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।
অভিযোগকারীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা থাকলেও মাহিম দায়িত্ব পাওয়ার পর অনিয়ম, চাঁদাবাজি ও মামলা-বাণিজ্যে জড়িয়ে পড়েন। পীরগাছা জেএন হাইস্কুল মাঠে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের জন্য বরাদ্দ ১ লাখ ১০ হাজার টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। খেলোয়াড়দের স্বাক্ষর নিলেও কারও হাতে টাকা বা খেলার সামগ্রী পৌঁছেনি।
তাঁরা আরও জানান, শীতকালীন কম্বল, ঈদে ভিজিএফ চালসহ সরকারি সহায়তা নিয়েও দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব কাজে মাহিমের বাবা, বোনসহ পরিবারের সদস্যরা জড়িত বলে দাবি করেন ছাত্ররা। বোনের নামে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপ নেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
অভিযুক্ত মাহিম বলেন, “অভিযোগগুলো তদন্ত হোক, আমিও চাই। দায়িত্বে থাকলে সমালোচনা আসতেই পারে। তদন্তে দোষী প্রমাণিত হলে শাস্তি মেনে নেব।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হক সুমন জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র : রংপুর নিউজ
আপনার মতামত লিখুন :