রাজশাহীতে আওয়ামী নাশকতা প্রতিরোধে বিএনপির অঙ্গসংগঠনের বিক্ষোভ র্যালি
নাটোরে সাংবাদিকের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, ল্যাব সহকারী অনিকের বিরুদ্ধে মামলা
ব্র্যাকের উদ্যোগে দুর্গাপুরে গবাদিপ্রাণি সুরক্ষা বিমার দাবির অর্থ হস্তান্তর
কাশিয়াডাঙ্গা চেকপোস্টে তিন শত গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
দুর্গাপুরে গ্রাম আদালত প্রকল্প বিকেন্দ্রীয়কৃত পরিবীক্ষণ,পরিদর্শন ও মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ
রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি সংবাদ সম্মেলনে
দেশের সাইবার নিরাপত্তায় উদীয়মান তরুণ উদ্যোক্তা মোঃ জাহিদুল ইসলাম
সভাপতি মোঃ ইউসুফ পারভেজ, সাধারণ সম্পাদক জি এম রোকনউদ্দীন রায়েদ আকন
গোদাগাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের উপজেলা কমিটি গঠন

মো. মানিক হোসেন : রাজশাহী কলেজিয়েট স্কুলের ২০০৫ সালের এসএসসি ব্যাচের ২০ বছর পূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য ও আবেগঘন পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদুল আজহার পরদিন, রবিবার (৮ জুন) এই আয়োজনটি নগরীর কাদিরগঞ্জের শাহ্ ডাইং কনভেনশন হলে সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুরুতে বিকেল সাড়ে ৫টায় স্কুল প্রাঙ্গণে একত্রিত হন ২০০৫ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা। পুনর্মিলনী সুভেনির ও উপহার সংগ্রহের পর তারা একটি বর্ণাঢ্য র্যালি বের করেন। র্যালিটি সাহেববাজার জিরো পয়েন্ট, নিউ মার্কেট, রেলগেট, ভদ্রা সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে গিয়ে শেষ হয়।
নামাজের বিরতির পর কোরআন তেলাওয়াত, গীতা পাঠ এবং জাতীয় সংগীতের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে রাজশাহী কলেজিয়েট স্কুলের সম্মানিত সাবেক ও বর্তমান শিক্ষকবৃন্দ ও ১৫০ জনেরও বেশি প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের উষ্ণ শুভেচ্ছা জানিয়ে অতীতের স্মৃতিচারণ করেন।
বিদেশে অবস্থানরত ব্যাচের শিক্ষার্থীরা—আনজির করিম অমি, ইশতিয়াক মাহমুদ সঙ্গী, মাওলা বক্স মিশুক এবং এস কে আলিমুজ্জামান নবীন—ডিজিটাল বার্তার মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন। প্রয়াত শিক্ষার্থী লাইক আনোয়ার, ফিরোজ আহমেদ তপু, শফিক সাব্বির জয়, গোলাম মুক্তাদির, ছদরুল আমিন এবং প্রয়াত শিক্ষকবৃন্দের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে ছিল নানান ধরনের বিনোদনমূলক পর্ব। জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান ফারহান সালমানের মনোজ্ঞ পরিবেশনার পাশাপাশি সংগীত পরিবেশন করেন ব্যাচের শিক্ষার্থী শিমুলের ব্যান্ড ‘মধ্যমান’, ব্যান্ড ‘ডিপার্টেড’ এবং রাজশাহীর অন্যান্য শিল্পীরা।
অনুষ্ঠান শেষে ডিনার ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। সমাপনী বক্তব্যে আয়োজকরা সকল অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে পুনর্মিলনী আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানকে সফল করতে যারা স্পন্সরশীপ ও সহায়তা করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য: তৌহিদ হাসান, লাবিব আলী ঐক্য, আজিজ খান রিয়াদ, মুঈদ সুলতান, সাদিক আল ওয়াদি কাব্য, ইশতিয়াক মাহমুদ সঙ্গী, মাওলা বক্স মিশু, আনজির করিম অমি, ইমরুল কায়েস সৌরভ, আলিমুজ্জামান নবীন, তারেক জামান প্রমুখ।
আয়োজক কমিটির পক্ষ থেকে সক্রিয়ভাবে কাজ করেন: ফামিন, সেলিম, অপু, ফাইন, রিয়াদ, শাহরিয়ার, সিয়াম, রুবেল, তুষার, রিয়াশাদ কাব্য, পিনাক, পিন্টু, ইভান ও শান্ত।
আপনার মতামত লিখুন :