মো. মানিক হোসেন : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের কনফারেন্স রুমে রচনা এবং বইপাঠ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (২ জুন) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সামাদ মন্ডল।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বেসরকারি পাঠাগার পরিষদের সহসভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো. নুরুন্নবী প্রভাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান।
আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নজরুলের জীবন, সাহিত্য ও সমাজ ভাবনা নিয়ে আয়োজিত রচনা ও বইপাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিচারকদের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচিত বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুস সামাদ মন্ডল বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের চেতনার বাতিঘর। তার সাহিত্য ও সংগ্রামী জীবন বর্তমান প্রজন্মের জন্য দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।”
বিশেষ অতিথি মো. নুরুন্নবী প্রভাত বলেন, “নজরুল শুধু বিদ্রোহের কবি নন, তিনি ছিলেন মানবতার প্রতীক। আজকের তরুণদের মধ্যে সেই মানবিক বোধ গড়ে তুলতেই নজরুলচর্চা গুরুত্বপূর্ণ।”
সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান বলেন, “আমাদের লক্ষ্য নতুন প্রজন্মের মাঝে পাঠাভ্যাস ও সাহিত্যচর্চা গড়ে তোলা। নজরুল জন্মবার্ষিকীকে ঘিরে আয়োজিত এ প্রতিযোগিতা সেই উদ্যোগের অংশ।”
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা আয়োজকদের এ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের দাবি জানান।
আপনার মতামত লিখুন :