মো. মানিক হোসেন : রাজশাহী মহানগর বিএনপির নেতৃত্বে আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিদের স্থান দেওয়ার অভিযোগে অভ্যন্তরীণ কোন্দল এবার প্রকাশ্যে এসেছে। সোমবার (২৬ মে) দুপুরে সাহেববাজার জিরোপয়েন্টে বিএনপি ও অঙ্গসংগঠনের একাংশের নেতাকর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করে নগর, থানা ও ওয়ার্ড কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বর্তমান কমিটিতে ত্যাগী ও মাঠপর্যায়ের নেতাদের বাদ দিয়ে আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সুবিধাভোগীদের স্থান দেওয়া হয়েছে। তারা বলেন, এর ফলে দলীয় আদর্শ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং রাজশাহীতে বিএনপির অস্তিত্ব সংকটে পড়ছে।
বক্তব্য দেন মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, মহানগর মহিলা দলের সভানেত্রী রওশন আরা পপি, নগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি মাইনুল ইসলাম হারু, মহিলা দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, যুবদল নেতা রুহুল আমিন বাবলু ও রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নাজির হাসান।
আবুল কালাম আজাদ সুইট বলেন, “আমরা যখন রাজপথে লড়াই করেছি, তখন যারা আওয়ামী লীগের ছায়ায় ছিল, তারা আজ বিএনপির নেতৃত্বে—এটা মেনে নেওয়া যায় না।” রওশন আরা পপি বলেন, “ত্যাগীদের উপেক্ষা করে নেতৃত্ব দেওয়া হয়েছে লিটনের ছায়ায় থাকা লোকদের।” আব্দুল কাদের বকুল হুঁশিয়ারি দিয়ে বলেন, “এইভাবে চললে রাজশাহীতে বিএনপি অস্তিত্ব হারাবে।”
বক্তারা অবিলম্বে বর্তমান কমিটি বাতিল করে নতুন করে ত্যাগীদের দিয়ে কমিটি গঠনের দাবি জানান। দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা আসবে বলেও সতর্ক করেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসার মোবাইলে কল করা হলে তার ছেলে জানান, তিনি মিটিংয়ে ব্যস্ত আছেন।
আপনার মতামত লিখুন :