সর্বশেষ :

রাজশাহীর দুর্গাপুরে যুবকের আত্মহত্যা


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মে ২০, ২০২৫ । ১০:২০ অপরাহ্ণ
রাজশাহীর দুর্গাপুরে যুবকের আত্মহত্যা

দুর্গাপুর প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুর উপজেলায় শুভ আহমেদ (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। মঙ্গলবার (২০ মে) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার হাট কানপাড়া বাজার সংলগ্ন বাজুখলসী এলাকায় একটি গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয় এক কৃষক। তিনি সবজি ক্ষেতে যাচ্ছিলেন। ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে যান এবং পুলিশকে খবর দেন।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং কোনো সন্দেহজনক আলামত না পাওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।

শুভ আহমেদের দাফন মঙ্গলবার দুপুর ২টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, শুভ ছিলেন শান্ত স্বভাবের, তবে সহজে রাগান্বিত ও অভিমানী হয়ে পড়তেন। প্রায়ই একাকীত্বে সময় কাটাতেন এবং আত্মমগ্ন হয়ে পড়তেন। যদিও পরিবারের সঙ্গে বড় কোনো কলহ ছিল না, তবুও ধারণা করা হচ্ছে ব্যক্তিগত মানসিক চাপ ও বিষণ্নতা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

শুভ আহমেদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা এমন একটি ঘটনা মেনে নিতে পারছেন না। অনেকেই মনে করছেন, তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা আরও জরুরি হয়ে উঠেছে।

উল্লেখ্য, বাংলাদেশে আত্মহত্যার প্রবণতা বাড়ছে এবং মানসিক স্বাস্থ্য অবহেলিত রয়ে গেছে বলে মত বিশেষজ্ঞদের। এই ধরনের ঘটনা প্রতিরোধে পরিবার ও সমাজের সক্রিয় ভূমিকা থাকা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: