সর্বশেষ :

ইন্টারনেটের মূল্য হ্রাসে সরকার কাজ করছে: আসিফ মাহমুদ সজীব


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মে ১৭, ২০২৫ । ৬:৪৭ অপরাহ্ণ
ইন্টারনেটের মূল্য হ্রাসে সরকার কাজ করছে: আসিফ মাহমুদ সজীব

বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে এলজিআরডি এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, ইন্টারনেটের মূল্য কমাতে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে। আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) ও এনটিটিএন (ন্যাশনাল ট্রান্সমিশন নেটওয়ার্ক) পর্যায়ে ইতোমধ্যে দাম কমানো হয়েছে। আগামী এক-দুই মাসের মধ্যে সাধারণ গ্রাহকরা এর সুফল পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শনিবার (১৭ মে) রাজধানীর বিটিআরসি ভবনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, “শিক্ষায় ইন্টারনেট ব্যবহার অনেক বেড়েছে, তবে কৃষি ও স্বাস্থ্য খাতে এখনও পিছিয়ে আছি। এই দুটি খাতে ইন্টারনেট ব্যবহার বাড়ানোর জন্য আমাদের কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে সংজ্ঞায়িত করে সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া প্রণয়ন করা হয়েছে। এটি বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অর্জন। আইনটি পাস হলে সাইবার স্পেস নারীদের জন্য আরও সুরক্ষিত হবে।”

তরুণ প্রজন্মকে প্রযুক্তি উদ্ভাবনে সম্পৃক্ত করার ওপর জোর দিয়ে উপদেষ্টা বলেন, “তথ্যপ্রযুক্তি খাতে অনেক দেশি উদ্ভাবক সুযোগের অভাবে বিদেশে পাড়ি জমাচ্ছেন। থ্রিজি, ফোরজি এবং ফাইভজি প্রযুক্তির উন্নয়নে আমাদের অবদান কতটুকু, তা এখন প্রশ্নের মুখে।”

প্রাকৃতিক দুর্যোগের সময় ইন্টারনেট সেবা ব্যাহত হয় উল্লেখ করে তিনি বলেন, “বন্যা ও ঝড়ের সময় মোবাইল ইন্টারনেট ব্যাহত হয়। এ সমস্যা আমাদের নিয়ন্ত্রণে না থাকলেও দুর্যোগের সময় নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, নারীদের তথ্যপ্রযুক্তি খাতে অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সাইবার সুরক্ষা আইন কয়েক সপ্তাহের মধ্যে পাস হবে বলে জানান তিনি।

‘ডিজিটাল রূপান্তরে নারী-পুরুষ সমতায়ন’ প্রতিপাদ্যে দেশে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস পালিত হচ্ছে। দিনব্যাপী আয়োজনে ছিল সেমিনার, মেলা, হ্যাকাথন, ডাকটিকিট অবমুক্তকরণসহ নানা কর্মসূচি। বিটিআরসি ভবন ব্যানার ও ফেস্টুনে সজ্জিত হয়।

অনুষ্ঠানে বিটিআরসি’র ই-লাইসেন্সিং সেবা উদ্বোধন করা হয় এবং বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা, বিটিআরসি চেয়ারম্যান (অব.) এমদাদ উল বারী, আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ সচিব জহিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

 

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: