শনিবার (১৫ মার্চ) বিকাল ৫টায় নগরীর বসুয়া বেল্লালের মাঠ এলাকায় দোয়া মাহফিলের মাধ্যমে নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ফ্ল্যাট ক্রেতা ও প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আগত ফ্ল্যাট ক্রেতারা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, কবির বিল্ডারস এন্ড ডেভেলপমেন্ট কোম্পানি বিশ্বস্ততার সঙ্গে তাদের ব্যবসা পরিচালনা করছে। তারা কোম্পানির ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
প্রতিষ্ঠানটির কর্ণধার হুমায়ন কবির বলেন, “রাজশাহীতে অনেক ডেভেলপার কোম্পানির বিরুদ্ধে অভিযোগ থাকলেও, আমরা দীর্ঘ ২৩ বছর ধরে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছি। ক্রেতাদের চাহিদা মাথায় রেখে স্বল্প মূল্যে ও নির্দিষ্ট সময়ে ফ্ল্যাট হস্তান্তর করতে পারায় আমরা গর্বিত।”
প্রতিষ্ঠানটি এ পর্যন্ত সাতটি প্রকল্প সফলভাবে সম্পন্ন করেছে এবং আরও কয়েকটি প্রকল্প চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :