সর্বশেষ :

রাজশাহীতে বৃক্ষনিধন ও পুকুর ভরাটের বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ১২, ২০২৫ । ১১:৪৫ অপরাহ্ণ
রাজশাহীতে বৃক্ষনিধন ও পুকুর ভরাটের বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মো. মানিক হোসেন : রাজশাহীতে প্রাণ-আরএফএল কর্তৃক রাজশাহী টেক্সটাইল মিলসের শতাধিক গাছ কাটা ও পুকুর ভরাট বন্ধ এবং বাগমারায় কৃষিজমিতে জোরপূর্বক পুকুর খননের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) দুপুর ১২টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফ্যাসিবাদ বিরোধী সংগঠন জুলাই-৩৬ পরিষদ, বরেন্দ্র ইয়ুথ ফোরাম এবং সবুজ সংহতি রাজশাহী মহানগর-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনগুলোর নেতারা অভিযোগ করেন, রাজশাহীতে নির্বিচারে বৃক্ষনিধন, পুকুর ভরাট এবং কৃষিজমি দখল করে পুকুর খননের মতো পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।

বক্তারা জানান, ২০২৪ সালের নভেম্বরে প্রাণ-আরএফএল গ্রুপ রাজশাহী টেক্সটাইল মিলস এলাকা লিজ নিয়ে প্রায় তিন শতাধিক গাছ কেটে ফেলে এবং পুকুর ভরাট করে। ২৮ জানুয়ারি উচ্চ আদালত গাছ কাটার জন্য অনুমতি নেওয়া বাধ্যতামূলক করার নির্দেশনা দিলেও, প্রাণ-আরএফএল গ্রুপ তা অমান্য করেছে বলে অভিযোগ করেন তারা।

অন্যদিকে, বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের নিমাই বিল এলাকায় কৃষিজমিতে পুকুর খনন করা হচ্ছে। স্থানীয় ভূমিদস্যুরা কৃষকদের জমি জোরপূর্বক দখল করে রাতের আঁধারে স্কেভেটর মেশিন দিয়ে ফসল নষ্ট করছে। প্রতিবাদ করায় কৃষকদের হুমকি দেওয়া হচ্ছে এবং থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশের পক্ষ থেকেও অসহযোগিতার অভিযোগ উঠেছে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জুলাই-৩৬ পরিষদের আহ্বায়ক মাহমুদ জামাল কাদেরী, সঞ্চালনা করেন ফয়সাল আহমেদ। বক্তব্য রাখেন তৌফিক পারভেজ এলাহী (উপদেষ্টা, জুলাই-৩৬ পরিষদ), আইনজীবী হোসেন আলী পিয়ারা, আসাদুজ্জামান জুয়েল (সদস্য সচিব, জুলাই-৩৬ পরিষদ), শহিদুল ইসলাম (পরিবেশ আইন গবেষক), নাজমুল হোসেন রাজু (সবুজ সংহতি), মো. আতিকুর রহমান আতিক (বরেন্দ্র ইয়ুথ ফোরাম) এবং ভুক্তভোগী কৃষকরা।

মানববন্ধন শেষে ১০ দফা দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসক আফিয়া আখতার-এর মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মহিনুল হাসান।

১০ দফা দাবিগুলো হলো কৃষিজমিতে পুকুর খনন বন্ধ করতে হবে এবং ভূমিদস্যুদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে। ভূমিদস্যুদের সহযোগিতাকারী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ক্ষতিপূরণ দিতে হবে। প্রাণ-আরএফএল গ্রুপের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করতে হবে।

রাজশাহী টেক্সটাইল মিলস এলাকায় গাছ কাটা ও পুকুর ভরাট বন্ধ করতে হবে। কাটা গাছের জায়গায় বনজ, ফলজ ও ঔষধি গাছ লাগাতে হবে। ভরাট করা পুকুর পুনরুদ্ধার করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। উচ্চ আদালতের পুকুর সংরক্ষণ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। রাজশাহী টেক্সটাইল মিলসের লিজ চুক্তি প্রকাশ ও পরিবেশবান্ধব না হলে বাতিল করতে হবে। রাজশাহী শহরে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

মানববন্ধনে বক্তারা এসব দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: