সর্বশেষ :

আহ্বায়ক মাহমুদ জামাল কাদেরী, সদস্য সচিব আসাদুজ্জামান জুয়েল

রাজশাহীতে ‘জুলাই-৩৬’ পরিষদের আত্মপ্রকাশ


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ১১, ২০২৫ । ১০:৪৯ পূর্বাহ্ণ
রাজশাহীতে ‘জুলাই-৩৬’ পরিষদের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক : ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার থেকে সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকার প্রত্যয়ে রাজশাহীতে আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন ‘জুলাই-৩৬’ পরিষদ। সোমবার (১০ মার্চ) বিকেল সাড়ে ৪টায় নগরীর অংশু বুক ক্যাফেতে ইফতার ও কমিটি গঠনসংক্রান্ত এক আলোচনা সভার মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

সংগঠনের আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন মাহমুদ জামাল কাদেরী এবং সদস্য সচিব আসাদুজ্জামান জুয়েল

সংগঠনটির উপদেষ্টা পরিষদে রয়েছেন সাতজন বিশিষ্ট ব্যক্তি। তারা হলেন—
১. প্রফেসর শেখ মো. নুরুল্লাহ
২. গবেষক ও লেখক মাহাবুব সিদ্দিকী
৩. আইনজীবী ও সমাজসেবক হোসেন আলী পিয়ারা
৪. প্রবীণ সাংবাদিক ও সাহিত্যিক মো. নাযিব ওয়াদুদ
৫. আইনজীবী পারভেজ তৌফিক জাহেদী
৬. সমাজসেবক ও ব্যবসায়ী আতিকুর রহমান
৭. নাজমুল হোসেন রাজু

১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে রয়েছেন—

  • আহ্বায়ক: মাহমুদ জামাল কাদেরী
  • যুগ্ম আহ্বায়ক-১: মো. মোসতাক রহমান
  • যুগ্ম আহ্বায়ক-২: রাশেদ রাজন
  • সদস্য সচিব: আসাদুজ্জামান জুয়েল
  • মূখ্য সংগঠক: ফয়সাল আহমেদ

নির্বাহী সদস্য হিসেবে আছেন— মো. বাবর হোসেন সরকার, আরিফুজ্জামান আরিফ, মো. আব্দুল কাদের উৎসব, হাবিবুল্লাহ মোহাম্মদ কাওসারী, মো. আব্দুস সালাম জনি, মো. মাসুদ রানা, মো. আজিজুল ইসলাম ফিরোজ, ইশিতা ইয়াসমিন, ইমদাদুল হক লিমন ও অনির্বান ইসলাম ইমন।

সভায় বক্তারা বলেন, দেশে বর্তমানে রাজনৈতিক দুর্নীতি, দখলবাজি, চাঁদাবাজি, খুন-ধর্ষণের মতো অপরাধ বৃদ্ধি পেয়েছে। প্রশাসন রাজনৈতিক ক্ষমতার ক্রীড়নকে পরিণত হয়েছে। এসব রোধ করতে ‘জুলাই-৩৬’ পরিষদ ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে।

সংগঠনের মূখ্য সংগঠক ফয়সাল আহমেদ জানান, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। প্রয়োজনে কমিটির সদস্য সংখ্যা বাড়ানো বা কমানো হতে পারে।

অনুষ্ঠানের শেষে উপদেষ্টা নাযিব ওয়াদুদ বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: