সর্বশেষ :

রাজশাহীতে যুবককে কুপিয়ে জখম, সপ্তাহ পার হলেও গ্রেপ্তার হয়নি আসামিরা


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ১০, ২০২৫ । ৩:০৮ পূর্বাহ্ণ
রাজশাহীতে যুবককে কুপিয়ে জখম, সপ্তাহ পার হলেও গ্রেপ্তার হয়নি আসামিরা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর কুমারপাড়া এলাকায় প্রকাশ্যে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে মনোয়ার বিন তারেক ইভেন (২২) নামের এক যুবককে। সপ্তাহ পার হলেও মামলার কোনো আসামিকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে আতঙ্কে রয়েছেন বলে জানিয়েছেন আহত যুবকের পরিবার।

জানা গেছে, গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক দেড়টায় কুমারপাড়ার গুল গফুর পেট্রোল পাম্পের পশ্চিমে অজাতা ভ্যারাইটি স্টোরের সামনে এই হামলার ঘটনা ঘটে। ইভেন পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে আলম মোটরসে মবিল নিতে যাচ্ছিলেন। পথিমধ্যে বুদ্দু সাদেক (২৫), বিকি (৩০) এবং আরও ২-৩ জন অজ্ঞাত দুর্বৃত্ত তার পথরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই বুদ্দু সাদেক চাপাতি দিয়ে ইভেনের মাথায় আঘাত করে।

তিনি রাস্তায় পড়ে গেলে দুর্বৃত্তরা এলোপাথাড়ি কুপিয়ে তার মাথা, কনুই, উরু ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম করে। ইভেনের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইভেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় আহত যুবকের বাবা মনোয়ারুল ইসলাম বকুল বোয়ালিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মামলার আসামিরা হলেন— বুদ্দু সাদেক, বিকি (পিতা আইয়ুব মহলদার) ও অন্ত (২২, পিতা দেলোয়ার হোসেন)। তারা সবাই রাজশাহীর বোয়ালিয়া থানার বাসিন্দা।

মনোয়ারুল ইসলাম বলেন, “আসামিরা নগরের চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। পুলিশের সঙ্গে তাদের সখ্যতা থাকায় এখনো গ্রেপ্তার করা হচ্ছে না। উল্টো তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। নিরাপত্তাহীনতায় ভুগছি, স্বাভাবিক চলাফেরা করতে পারছি না।”

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: