সর্বশেষ :

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডে দুর্নীতি রুখতে পিপিআর সংশোধনের দাবি


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৭, ২০২৫ । ১০:৫৫ অপরাহ্ণ
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডে দুর্নীতি রুখতে পিপিআর সংশোধনের দাবি

মো. মানিক হোসেন : রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বিভিন্ন প্রকল্পে দীর্ঘদিন ধরে দুর্নীতি ও অনিয়ম চলছে বলে অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় ঠিকাদাররা। তারা দাবি করেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে কিছু ঠিকাদার এককভাবে কাজ করে আসছেন, যা স্বচ্ছ প্রতিযোগিতার পথ রুদ্ধ করছে। এই অনিয়ম বন্ধে সরকারি ক্রয় সংক্রান্ত বিধিবিধান (পিপিআর) সংশোধনের আহ্বান জানিয়েছেন তারা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১২টায় রাজশাহী পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, গত ১৫ বছরে ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ কিছু ঠিকাদার জাল সনদ ব্যবহার করে কাজ পেয়েছেন এবং কর্মকর্তাদের যোগসাজশে সেই দুর্নীতি এখনো চলছে।

মানববন্ধনে ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান বলেন, “রাজনৈতিক প্রভাব খাটিয়ে এককভাবে কাজ পাওয়ার সুযোগ বন্ধ করতে হবে। পিপিআর সংশোধন করা না হলে এই অনিয়ম বন্ধ হবে না। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা অতীতের অনিয়ম ঢাকতে এখনো দুর্নীতিগ্রস্ত ঠিকাদারদের সঙ্গে মিলে কাজ করছেন।”

মানববন্ধনে উপস্থিত অন্যান্য ঠিকাদাররা বলেন, “আমরা সঠিক নিয়ম মেনে কাজ করতে চাই। ফ্যাসিস্ট সরকারের সময় যারা অনিয়ম করেছে, তাদের কোনোভাবেই পুনরায় কাজ করার সুযোগ দেওয়া যাবে না।”

মানববন্ধনে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার সমিতির সভাপতি মো. সফিউল আলম বুলু, সাধারণ সম্পাদক শাহীন ইকবাল, সাংগঠনিক সম্পাদক মাইনুল হক হারু, সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান আরিফসহ অনেকে উপস্থিত ছিলেন।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
%d bloggers like this: