মো. মানিক হোসেন : রাজশাহীর বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি শহীদ অধ্যাপক আব্দুল ওয়াহেদ মন্ডলের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, “বিএনপির উদারতার কারণেই এ দেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে অনেকে। স্বাধীনতার পর শেখ মুজিব জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করেছিলেন, কিন্তু তারা বারবার প্রমাণ করেছে যে তারা মুনাফেকির রাজনীতি করে।”
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে তাহেরপুর হাইস্কুল মাঠে আয়োজিত এ স্মরণসভায় রিজভী বলেন, “শেখ হাসিনা ভেবেছিলেন খুন, গুম, হামলা ও মামলার মাধ্যমে পার পেয়ে যাবেন। কিন্তু এখন তার আশ্রয় হয়েছে ভারতে। আওয়ামী লীগের ১৬-১৭ বছরের অনিয়ম, দুর্নীতি, লুটপাট ও খুন-গুমের কারণে জনগণ তাকে ‘মাফিয়া হাসিনা’ নামে আখ্যায়িত করেছে।”
তিনি আরও বলেন, “শেখ হাসিনা নিজের এবং আত্মীয়-স্বজনদের নামে প্লট নিয়েছেন, যার বিরুদ্ধে এখন তদন্ত চলছে। এমনকি বিদেশেও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে। দেশে আইন-আদালতকে কব্জায় নিয়ে অপরাধ করে পার পাওয়া যায়, কিন্তু বিদেশে নয়।”
সরকারের উন্নয়ন প্রকল্পগুলোকেও তিনি দুর্নীতির অংশ হিসেবে উল্লেখ করে বলেন, “পদ্মা সেতু, মেট্রোরেল করা হয়েছে শুধু টাকা মারার জন্য। ভোটারবিহীন নির্বাচনে ভারতই একমাত্র শেখ হাসিনার সরকারকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু ভারতও তাকে রক্ষা করতে পারেনি। তার পাসপোর্টের বৈধতা নেই, তবুও তাকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় রাজশাহী বিভাগীয় নেতারা, জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।
তাহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবুর সঞ্চালনায় এবং পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আ.ন.ম. সামসুর রহমান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা প্রমুখ।
এছাড়াও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্মরণসভায় উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :