মো. মানিক হোসেন : রাজশাহী মেডিকেল কলেজ মাঠে অনুষ্ঠিত জবেদা মেমোরিয়াল ক্রিকেট প্রিমিয়ার লিগ ২০২৪ সিজন ফোর-এর ফাইনালে জাজিরা ডায়াগনস্টিক সেন্টার দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ৭ উইকেটে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
বুধবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে রাজশাহী কিডনি ডায়ালাইসিস প্রথমে ব্যাট করে ১৪১ রান সংগ্রহ করে। রান তাড়া করতে নেমে জাজিরা ডায়াগনস্টিক মাত্র ১২.১ ওভারে ৭ উইকেট হাতে রেখেই সহজ জয় নিশ্চিত করে।
টসে জিতে প্রথমে ফিল্ডিং নেওয়া জাজিরা ডায়াগনস্টিক বোলিংয়ে দারুণ নৈপুণ্য দেখায় এবং ব্যাটিংয়েও আধিপত্য বজায় রাখে। ফাইনালে অসাধারণ পারফরম্যান্সের জন্য সেলিমকে ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত করা হয়।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জোবেদা ফাউন্ডেশনের সভাপতি ও রাজশাহী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (গ্যাস্ট্রোএন্টেরোলজি) ডা. মো. শফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. খন্দকার মোহাম্মদ ফয়সাল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ মনোয়ার তারিক সাবু, সহযোগী অধ্যাপক হারুন অর রশীদ, সহকারী অধ্যাপক ফারহান ইমতিয়াজ, ডা. মারুফ আল হাসান, সহযোগী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম প্রমুখ।
চ্যাম্পিয়ন জাজিরা ডায়াগনস্টিক সেন্টার ট্রফি হাতে উল্লাসে মেতে ওঠে, আর পুরো মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ।
আপনার মতামত লিখুন :