সর্বশেষ :

‘অপারেশন ডেভিল হান্টে কেউ ছাড় পাবে না’ – স্বরাষ্ট্র উপদেষ্টা


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১০, ২০২৫ । ১০:১১ অপরাহ্ণ
‘অপারেশন ডেভিল হান্টে কেউ ছাড় পাবে না’ – স্বরাষ্ট্র উপদেষ্টা

মো. মানিক হোসেন : “অপারেশন ডেভিল হান্টে রাঘববোয়াল থেকে চুনোপুঁটি—কেউই ছাড় পাবে না,” বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “যারা শয়তান, তারাই ধরা পড়বে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পাচ্ছেন না।”

আজ (সোমবার) রাজশাহী বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় শেষে গণমাধ্যমকে এসব কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “অপারেশন ততদিন চলবে, যতদিন সমাজ ডেভিলমুক্ত না হয়। তবে, কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায়, সেজন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এর জন্য একাধিক কমিটি গঠন করা হয়েছে।”

রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, রাজশাহীতে দায়িত্বরত সেনা, বিজিবি ও র‍্যাবের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ছোলা ও খেজুরের সরবরাহ ভালো, তাই দামের অস্বাভাবিক বৃদ্ধি হবে না। দেশে সারেরও কোনো সংকট নেই। তবে কিছু ডিলার কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সীমান্তে ভারতীয় আগ্রাসন মোকাবিলায় চাঁপাইনবাবগঞ্জের মানুষের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, “তাদের প্রতিরোধে আমি সন্তুষ্ট, তবে কেউ যেন আইন হাতে না নেয়।”

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে এবং দেশকে নিরাপদ রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
%d bloggers like this: