সর্বশেষ :

দুর্গাপুরে ১৪৪ ধারা অমান্য করে জমি দখলের অভিযোগ


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৭, ২০২৫ । ৬:০২ অপরাহ্ণ
দুর্গাপুরে ১৪৪ ধারা অমান্য করে জমি দখলের অভিযোগ

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর দুর্গাপুরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১৪৪ ধারা ভঙ্গ করে জমি জবরদখলের অভিযোগ উঠেছে। এ সময় জমিতে থাকা আমগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলা হয়। ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দেলুয়াবাড়ী ইউনিয়নের তিওরকুড়ি গ্রামে ভুক্তভোগী সাবেক ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলামের জমিতে হামলা চালিয়ে দখল নেওয়া হয়েছে।

ভুক্তভোগী রিয়াজুল ইসলাম জানান, জমি নিয়ে আদালতে মামলা চলমান থাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল। কিন্তু প্রতিপক্ষ সাইনুল, মামুনুর রশিদ, জাহিদ হাসান, সুজন, রুবেল, সাইদুল, রাজিবসহ আরও কয়েকজন বাহির থেকে ভাড়া করা লোকজন নিয়ে জমিতে হামলা চালিয়ে গাছ কেটে ফেলে এবং জবরদখল করে নেয়।

এলাকাবাসী ও ভুক্তভোগীদের দাবি, তারা দীর্ঘ ৪২ বছর ধরে উক্ত জমি ভোগদখল করে আসছেন। তবে আরএস রেকর্ড অনুযায়ী মৃত ডুমন মণ্ডলের ওয়ারিশগণের নামে জমির মালিকানা থাকায় বিরোধ দেখা দেয়। বর্তমানে এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে।

এ বিষয়ে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শিমুল বলেন, “জমি সংক্রান্ত বিষয়ে পুলিশের সরাসরি হস্তক্ষেপের সুযোগ নেই। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে। এখনো থানায় এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

 

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
%d bloggers like this: