দুর্গাপুর প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুরে ছাত্রলীগের সম্প্রতি গৃহীত কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির নেতাকর্মীরা অভিযোগ করেছেন, ছাত্রলীগের এসব কর্মসূচি সরকার-সমর্থিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, যা গণতন্ত্রের জন্য হুমকি।
আজ বিকেলে দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন, যাতে ছাত্রলীগের কর্মসূচির বিরুদ্ধে নানা স্লোগান লেখা ছিল। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান মোড়ে এসে পথসভায় পরিণত হয়।
পথসভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ আলাউদ্দিন, সদস্য সচিব মোহাম্মদ মনসুর, পৌর শ্রমিক দলের সদস্য সচিব মোহাম্মদ রিপন, যুবদলের সাবেক সভাপতি নাহিদুল হক বিদায়, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা যুবদলের অন্যতম সদস্য মোহাম্মদ মাসুম, ছাত্রদলের পৌর সদস্য সচিব সাকিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহাগ আলীসহ দলীয় নেতাকর্মীরা।
বক্তারা অভিযোগ করেন, সরকার ছাত্রলীগের মাধ্যমে রাজনৈতিকভাবে বিরোধী মত দমন করতে চাইছে। তারা বলেন, ছাত্রলীগের কর্মসূচিগুলো সাধারণ জনগণের স্বার্থবিরোধী এবং রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।
বিএনপির এই বিক্ষোভ মিছিল ও পথসভাকে কেন্দ্র করে দুর্গাপুরের রাজনৈতিক পরিবেশ কিছুটা উত্তপ্ত হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সামনের দিনগুলোতে দলীয় কর্মসূচির প্রতিক্রিয়ায় আরও উত্তেজনা দেখা দিতে পারে, যা স্থানীয় রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
আপনার মতামত লিখুন :