সর্বশেষ :

বাগমারায় গাভী পালন করে সফলতার শিখরে মোঃ দুলাল হোসেন


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৪, ২০২৫ । ৮:৩০ অপরাহ্ণ
বাগমারায় গাভী পালন করে সফলতার শিখরে মোঃ দুলাল হোসেন

সাইফুল ইসলাম, বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের সফল ব্যবসায়ী ও খামারী মোঃ দুলাল হোসেন গাভী পালন করে স্বাবলম্বী হয়েছেন। দীর্ঘদিন ধরে হাটগাঙ্গোপাড়া বাজারে সার ও কীটনাশক ব্যবসার পাশাপাশি তিনি গবাদিপশু পালনেও সফলতা অর্জন করেছেন।

প্রায় দেড় বছর আগে তিনি নিজ গ্রাম হাটগাঙ্গোপাড়ার মজোপাড়া মহল্লায় ছোট পরিসরে বিদেশি জাতের গাভীর খামার গড়ে তোলেন। বর্তমানে তার খামারে পাঁচটি অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী রয়েছে, যার মধ্যে চারটি গাভী ইতোমধ্যে বাছুর প্রসব করেছে। প্রতিটি গাভী তিনি এক লাখ বিশ হাজার থেকে দেড় লাখ টাকায় ক্রয় করলেও বর্তমানে এসব গাভীর বাজার মূল্য আড়াই থেকে সাড়ে তিন লাখ টাকা বলে জানান তিনি।

গাভীগুলো বাছুর প্রসবের আগেই বিক্রি করে নতুন করে বকনা জাতের গরু কিনে লালন-পালন করাই তার ব্যবসায়িক কৌশল। এতে বছরে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা লাভ করতে সক্ষম হন তিনি। সম্প্রতি তার একটি গাভী একসঙ্গে দুটি সুস্থ বাছুর জন্ম দিয়েছে, যা তার জন্য অত্যন্ত আনন্দের বিষয়।

শুধু গাভী পালন নয়, হাটগাঙ্গোপাড়া বাজারে তার সার ও কীটনাশক ব্যবসাও অত্যন্ত সফল। এখান থেকেও বছরে দুই থেকে তিন লাখ টাকা মুনাফা করেন তিনি। স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের মতে, দুলাল হোসেন একজন পরিশ্রমী ও সৎ ব্যবসায়ী, যিনি যেকোনো কাজে সফলতা অর্জন করতে সক্ষম।

খামারটি আরও বড় করার পরিকল্পনা করছেন দুলাল হোসেন। ভবিষ্যতে ২০-২৫টি গরু পালন করার লক্ষ্য নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন। তার মতে, সঠিক পরিকল্পনা ও পরিশ্রম থাকলে গাভী পালন একটি লাভজনক ব্যবসায় পরিণত হতে পারে।

স্থানীয় নেতাকর্মীদের মতে, আত্মকর্মসংস্থান সৃষ্টিতে মোঃ দুলাল হোসেনের মতো উদ্যোক্তারা সমাজের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবেন।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
%d bloggers like this: