মো. মানিক হোসেন : রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর ও জেলা কমিটি বাতিলের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। রোববার রাজশাহী কলেজের ফটক থেকে মিছিলটি শুরু হয়ে সাহেব বাজার জিরো পয়েন্টে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, আন্দোলনে অনুপস্থিত ও অছাত্রদের দিয়ে ‘পকেট কমিটি’ করা হয়েছে। তারা “অবৈধ কমিটি মানি না, মানব না” বলে স্লোগান দেন।
এ বিষয়ে কেন্দ্রীয় সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার বলেন, “কমিটি কেন্দ্র থেকে করা হয়েছে, আমার দায় নেই।” তবে মহানগর ও জেলা কমিটি এক বিবৃতিতে অভিযোগ অস্বীকার করে বলেন, “একটি গোষ্ঠী স্বার্থ হাসিলের জন্য ষড়যন্ত্র করছে।”
বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেন, কমিটি বাতিল না হলে আন্দোলন আরও তীব্র হবে।
আপনার মতামত লিখুন :