মোস্তাফিজুর রহমান, বাঘা : অর্থের অভাবে রংপুর মেডিকেল কলেজে ভর্তি নিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকা মেধাবী শিক্ষার্থী বৈশাখী আক্তারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বৈশাখীর রাজশাহীর বাঘা উপজেলার বাড়িতে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম তারেক রহমানের পক্ষ থেকে সহযোগিতা পৌঁছে দেন। এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ, জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার, চারঘাট বিএনপি নেতা জালাল উদ্দিন, বিএনপি নেতা এসডি চাঁদসহ স্থানীয় নেতারা।
বৈশাখী আক্তার রাজশাহীর বাঘা পৌরসভার চক নারায়ণপুর গ্রামের দিনমজুর বাবা আজবাহার আলী ও মা রুবিনা বেগমের মেয়ে। তিনি রহমতুল্লাহ উচ্চ বালিকা বিদ্যালয় থেকে ২০২২ সালে এসএসসি এবং রাজশাহী সরকারি কলেজ থেকে ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন। এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রংপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলেও আর্থিক সংকটের কারণে ভর্তি নিয়ে দুশ্চিন্তায় ছিলেন।
তারেক রহমানের পক্ষ থেকে বৈশাখীর হাতে নগদ অর্থ, প্রথম ও দ্বিতীয় বর্ষের সব পাঠ্যবই, কঙ্কাল ও প্রয়োজনীয় পোশাক তুলে দেওয়া হয়। এসময় বৈশাখী ও তার পরিবার বিএনপি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে বিএনপির নেতারা জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে উৎসাহী। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে তারা আশ্বাস দেন।
আপনার মতামত লিখুন :