চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলার তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি চালিয়ে এক বাংলাদেশী কৃষককে গুরুতর আহত করেছে। আহত কৃষকের নাম হাবিল (৪০), তিনি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের বেলাল উদ্দিনের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (২৫ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে হাবিল তার গম খেতে পানি দিতে গিয়েছিলেন, এ সময় বিএসএফের গুলি তার পিঠের ডানপাশের কাঁধে লাগে। খবর পেয়ে স্থানীয় বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল হলেও, গুলি তার শরীরে রয়েছে এবং অস্ত্রোপচার প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস জানান, “আজ সকাল সাড়ে ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল থেকে রোগী হাবিল আমাদের হাসপাতালে রেফার্ড হয়ে আসে। তার বুকের ডানপাশের কাঁধে গুরুতর জখম রয়েছে, যা গুলি দ্বারা ঘটেছে। তার অবস্থার উন্নতির জন্য দ্রুত অস্ত্রোপচার করা প্রয়োজন।”
ডা. শংকর আরও জানান, বর্তমানে রোগীকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে এবং অস্ত্রোপচার পরবর্তী তার অবস্থার উন্নতি আশা করা যাচ্ছে।
এদিকে, সীমান্তে এমন ঘটনা অশান্তির সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা অভিযোগ করেছেন যে, বিএসএফের এই কর্মকাণ্ডে স্থানীয় কৃষকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
আপনার মতামত লিখুন :