সর্বশেষ :

দূর্গাপুর প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা ও নতুন কমিটি গঠন


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : জানুয়ারি ২১, ২০২৫ । ৮:৫৩ অপরাহ্ণ
দূর্গাপুর প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা ও নতুন কমিটি গঠন

সোহানুর রহমান, দূর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলার সাংবাদিক সমাজ ও প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির ওপর অনাস্থা এনে তা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গত ১৮ জানুয়ারি ২০২৫ ইং তারিখে এক সাধারণ সভায় সাত সদস্য বিশিষ্ট কমিটির চার সদস্যের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা যায়, ৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখে দূর্গাপুরের সকল কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে এক জরুরি বৈঠকে মোঃ শাহাজামাল হককে আহ্বায়ক এবং মোঃ হাসিবুল ইসলামকে সদস্য সচিব করে সাত সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। উক্ত কমিটিকে এক মাসের মধ্যে সদস্য ফরম বিতরণ, যাচাই-বাছাই ও নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দায়িত্ব হস্তান্তরের জন্য সময় বেঁধে দেওয়া হয়।

তবে প্রায় পাঁচ মাস অতিবাহিত হলেও কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব দায়িত্ব পালনে গড়িমসি করে আসছিলেন বলে অভিযোগ ওঠে। এর ফলে আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়কসহ সদস্যদের অনাস্থার মুখে মোঃ শাহাজামাল হক ও মোঃ হাসিবুল ইসলাম তাদের পদ হারান।

পরে ২৭ জন সাংবাদিকের উপস্থিতিতে মোঃ মনোয়ার হোসেন পন্টিকে আহ্বায়ক এবং মোঃ সোহানুর রহমান সোহানকে সদস্য সচিব করে নতুন সাত সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রধান উপদেষ্টা জনাব সাবরিনা শারমিন গত ১৮ জানুয়ারি ২০২৫ তারিখে অনুমোদন দেন।

নতুন কমিটির সদস্যরা হলেন:

যুগ্ম আহ্বায়ক: মোঃ মমিন উদ্দিন

সদস্য: আলামিন হক বিজয়, মোঃ মোফাজ্জল হোসেন মায়া, মোঃ শফিকুল ইসলাম (স্বপন), মোঃ আবুল হোসেন

নতুন কমিটিকে তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, বিলুপ্ত কমিটির আহ্বায়ক মোঃ শাহাজামাল হক ও সদস্য সচিব মোঃ হাসিবুল ইসলামকে ৭২ ঘণ্টার মধ্যে সকল কাগজপত্র ও অর্থনৈতিক হিসাব বুঝিয়ে দিতে অনুরোধ জানানো হয়েছে।

দূর্গাপুর প্রেস ক্লাব ও সাংবাদিক সমাজের এই পরিবর্তন সাংবাদিকদের মাঝে নতুন উদ্যম সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।

 

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: