সর্বশেষ :

রাবির আইবিএসের সাবেক পরিচালক ড. স্বরোচিষ সরকারের বিরুদ্ধে নিয়োগে অনিয়মের অভিযোগ


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : জানুয়ারি ২০, ২০২৫ । ১০:৫৮ পূর্বাহ্ণ
রাবির আইবিএসের সাবেক পরিচালক ড. স্বরোচিষ সরকারের বিরুদ্ধে নিয়োগে অনিয়মের অভিযোগ

মো. মানিক হোসেন : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস)-এর সাবেক পরিচালক ড. স্বরোচিষ সরকারের বিরুদ্ধে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মসহ নানা অভিযোগ উঠেছে। বাংলা একাডেমি কর্তৃক বাস্তবায়নাধীন ‘বাংলা ভাষার বিবর্তনমূলক অভিধান’ প্রণয়ন ও প্রকাশনার সহযোগী সম্পাদক (পরামর্শক) পদে তাঁর নিয়োগকে ঘিরে এ বিতর্ক শুরু হয়।

২০১১ সালের ৩০ মে পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন জমা দেওয়ার কথা থাকলেও ড. স্বরোচিষ সরকারের যোগদান প্রক্রিয়া নিয়ে নিয়ম লঙ্ঘনের অভিযোগ ওঠে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩৬৭তম সিন্ডিকেট সভায় তাঁকে ছুটি নিয়ে কাজটি করার অনুমতি দেওয়া হলেও, অভিযোগ রয়েছে যে তিনি নিয়ম না মেনে তিনটি জায়গা থেকে বেতন গ্রহণ করেছেন।

আইবিএসের বর্তমান পরিচালক ড. মোহাম্মদ মোস্তফা কামাল অভিযোগ করেন, ড. স্বরোচিষ সরকার ক্ষমতার অপব্যবহার করে এ অনিয়ম করেন। তিনি আরও বলেন, “তাঁর বিরুদ্ধে মুখ খুললে বিভিন্নভাবে হুমকি দেওয়া হতো। আমি আপত্তি জানালে তিনিও আমাকে হুমকি দেন।”

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম জানান, তিনি চার মাস আগে দায়িত্ব নিয়েছেন এবং এ বিষয়ে কোনো অভিযোগ পেলে তদন্ত করবেন।

এছাড়া, ড. স্বরোচিষ সরকারের বিরুদ্ধে আইবিএসের পিএইচডি প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগও উঠেছে। ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন মুনকে নিয়ম ভেঙে পিএইচডি প্রোগ্রামে ভর্তি করানোর বিষয়েও তাঁকে অভিযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে ড. স্বরোচিষ সরকার কোনো মন্তব্য করতে রাজি হননি।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহল তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে। সংশ্লিষ্টরা দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: