সোমবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

টঙ্গীতে আরাফাত রহমান কোকো মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

টঙ্গীতে আরাফাত রহমান কোকো মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

বি. এম. আশিক হাসান :

গত শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ০৭ ঘটিকার সময় গাজীপুর মহানগর টঙ্গী পশ্চিম থানাধীন ৫২ নং ওয়ার্ডের অন্তর্গত ভাদাম দক্ষিণপাড়া গ্যালাক্সী মাঠ প্রাঙ্গণে ভাদাম ছাত্র সংঘ ক্লাব কর্তৃক আয়োজিত আরাফাত রহমান কোকো মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্টে টঙ্গী সূর্য তরুণ ক্লাব বনাম মুদাফা সানরাইজারস এর মধ্যকার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৫২ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সিনিঃ সহ-সভাপতি আব্দুর রশিদ সরকার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের সাবেক সভাপতি এবং টঙ্গী পশ্চিম থানা বিএনপি’র আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন এ সময় তিনি তার বক্তব্যে বলেন যুব সমাজের চিত্ত বিনোদন খুবই জরুরী, সমাজে মাদকের ভয়াবহ রূপ ধারণ করেছে অতিমাত্রায় বেড়ে গেছে চুরি ছিনতাই শুধু পুলিশের দিকে চেয়ে থাকলে হবে না তিনি বলেন সকলকে এগিয়ে আসতে হবে এসব প্রতিহত করতে। প্রভাষক বশির উদ্দিন ভাদাম ছাত্র সংঘ ক্লাবের নিবন্ধনের জন্য সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন।

এ সময় তিনি আরো বলেন বিগত ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের শাসন আমলে বিএনপি’র কোন নেতাকর্মী সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করার সুযোগ পায়নি। আওয়ামী লীগ একতরফা সকল কিছু দখলদারিত্বের মাধ্যমে দেশকে অশান্ত করে রেখেছিল। তিনি আরোও বলেন আওয়ামী লীগের গডফাদার মতিউর রহমান মতি গোটা টঙ্গীকে মাদকের সম্রাজ্য বানিয়ে ফেলেছিল। তিনি বলেন ইতিহাসে নজির বিহীন ঘটনা যে ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনার সাথে সাথে তার সরকারের সকল পর্যায়ের দায়িত্বশীলরা একসাথে দেশ ছেড়ে পালায় এমন ঘটনা বিরল।পরিশেষে তিনি বলেন তারেক রহমানের নির্দেশ বিএনপির কেউ যদি কোন চাঁদাবাজি কোন দখলদারীর সাথে জড়িত থাকে তাকে সংগঠনের পক্ষ থেকে শক্ত হাতে প্রতিহত করা হবে বলে তিনি জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব ভিপি আসাদুজ্জামান নূর, গাজীপুর মহানগর ৫২ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সামছুল আলম, সিনিয়র সহ-সভাপতি মোঃ বদরুল আলম বাবু, সহ-সভাপতি মোঃ আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আঃ মজিদ মিয়া, টঙ্গী পশ্চিম থানা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৫২ নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন, ৫২ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল আহমেদ, টঙ্গী পশ্চিম থানা যুবদলের আহ্বায়ক সদস্য মোঃ সাইদুল ইসলাম জনি। খেলা উদ্বোধন করেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ সেলিম কাজল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী, সার্বিক পরিচালনায় ছিলেন টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এবং ভাদাম ছাত্র সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন দিপু দেওয়ান। ক্রীড়া পরিচালনা করেন ৫২ নং ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ সানি আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসিফুর রহমান বাবু, যুবদল নেতা জাহিদ হাসান ও ছাত্রদল নেতা রাকিব সরকার।

আরাফাত রহমান কোকো মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় ৫ উইকেটে টঙ্গী সূর্যতরুন ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মুদাফা সানরাইজারস।
পরিশেষে টুর্নামেন্টে অংশ কারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Copyright © 2022 Star News Agency. All rights reserved.