সর্বশেষ :

রাজশাহীতে জুলাই বিপ্লব-২৪ উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : জানুয়ারি ১৮, ২০২৫ । ৮:১৭ পূর্বাহ্ণ
রাজশাহীতে জুলাই বিপ্লব-২৪ উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

মো. মানিক হোসেন : জুলাই বিপ্লব-২৪ উপলক্ষে শহীদদের স্মরণে রাজশাহী মহানগরীতে আয়োজিত “১৪ নং ওয়ার্ড প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট”-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারি তেরখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামের উত্তর-পশ্চিম অংশে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

উত্তেজনাপূর্ণ এই ম্যাচে মুখোমুখি হয় মদিনা এন্টারপ্রাইজ এবং মাদারল্যান্ড। দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতার পর মাদারল্যান্ড চ্যাম্পিয়ন হয়ে শিরোপা জিতে নেয়।

ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মুর্তজা। বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা আশরাফুল আলম ইমন, ১৪ নং ওয়ার্ড যুবদলের নেতা উজ্জ্বল আলী, জেলা যুবদলের নেতা তোফাজ্জল হোসেন শুভ এবং বিশিষ্ট ব্যবসায়ী মোবাশ্বের হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন যুবনেতা ইমরান ও কাফি।

টুর্নামেন্টটি আয়োজন করা হয় ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মাসুম এবং আতাউর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায়। এতে ৮টি দল অংশগ্রহণ করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা বলেন, “জুলাই বিপ্লব দেশের মুক্তির সংগ্রামের এক ঐতিহাসিক প্রতীক। আমরা চাই, এ দেশের যুবসমাজ ঐক্যবদ্ধ হয়ে সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখুক। এ ধরনের খেলাধুলা যুবসমাজকে ইতিবাচক কার্যক্রমে উদ্বুদ্ধ করে।”

পরে বিজয়ী এবং রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে তেরখাদিয়া মাঠে শত শত দর্শক উপস্থিত ছিলেন, যারা খেলা উপভোগ করেন।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: