সর্বশেষ :

অনলাইনে কাজের নামে প্রতারণা: ল্যাপটপ ও নগদ অর্থ আত্মসাৎ


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : জানুয়ারি ১৭, ২০২৫ । ১:০৯ পূর্বাহ্ণ
অনলাইনে কাজের নামে প্রতারণা: ল্যাপটপ ও নগদ অর্থ আত্মসাৎ

মো. মানিক হোসেন : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় অনলাইনে কাজের সুযোগ দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (৪ জানুয়ারি) চারজন ভুক্তভোগীর কাছ থেকে ২ লক্ষ ৫৪ হাজার ৫ শত টাকা মূল্যের চারটি ল্যাপটপ লুট করে এবং ৩ লক্ষ ৭৫ হাজার টাকার জাল নোট ব্যবহার করে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রাজশাহীর তানোর উপজেলার মোহর গ্রামের মো. মালেক কাজীর ছেলে মাহফুজুর রহমান শুভ (২১), ঢাকার আহম্মেদনগর এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে ইয়াসিন আরাফাত, চট্টগ্রাম সন্দীপের হারামিয়া এলাকার মহির উদ্দীনের ছেলে ইসমাইল হোসেন এবং জয়পুরহাট পাঁচবিবির রাইগ্রামের ইউসুফ মন্ডলের ছেলে মো. মোস্তাকিম ইসলাম এই প্রতারণার শিকার হন।

ভুক্তভোগী চারজন জানান, অভিযুক্ত মোতালেব বাবু তাদের একটি ই-কমার্স ওয়েবসাইটের কাজের প্রস্তাব দেন। এ কাজে শুক্রবার (৩ জানুয়ারি) রাজশাহী থেকে নাচোলে একটি ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে কাজ শুরুর কথা বলে তাদের ল্যাপটপগুলো রেখে দেওয়া হয়। পরবর্তীতে ৩.৭৫ লাখ টাকার জাল নোট দিয়ে তাদের রাজশাহী পাঠানো হয় আরও কম্পিউটার ল্যাপটপ কেনার জন্য। রাজশাহীতে গিয়ে জাল নোটের বিষয়টি বুঝতে পেরে তারা নাচোলে ফিরে আসেন। কিন্তু ফিরে দেখেন, ল্যাপটপগুলো নিয়ে অভিযুক্তরা পালিয়ে গেছেন।

অভিযুক্তরা হলেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার উদয়নগর ভূতপুকুর এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে মোতালেব বাবু (২৮), নাচোল উপজেলার চৌপুকুরিয়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে তাহের উদ্দীন (৩৫), তাহের উদ্দীনের স্ত্রী মোসা. রিতা বেগম (৩২), তোফাজ্জল হোসেনের ছেলে মোতাহার আলী (৪০) ও মোতাহার আলীর স্ত্রী মোসা. শিউলী বেগম (৩৫)।

ভুক্তভোগীরা নাচোল থানায় এজাহার দায়ের করেছেন। নাচোল থানার ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন, মোতালেবের বাসা গোমস্তাপুরে সে কয়েকদিনের জন্য নাচোলে অফিস ভাড়া নিয়েছে। প্রতারণা করেই উধাও।
এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের খুঁজে বের করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

মাহফুজুর রহমান শুভ বলেন, “আমাদের ল্যাপটপই ছিল জীবিকার প্রধান উপায়। এই প্রতারণার কারণে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত এবং মানসিকভাবে বিপর্যস্ত। প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

নাচোল থানার দায়িত্বশীল কর্মকর্তা মনিরুল ইসলাম আরও জানান, এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশ তৎপর রয়েছে। আর সমাজের সবাইকেই সতর্ক থাকা উচিত বলে জানান।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: